Jairam Ramesh

আয়হীন মহিলা কর্মী বৃদ্ধি, তোপ কংগ্রেসের

এক দশক ধরে মোদী সরকার আর্থিক পরিসংখ্যানে কারচুপি করে চলেছে বলে অভিযোগ করল কংগ্রেস।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ০৮:৪৭
Share:

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। —ফাইল চিত্র।

এক দশক ধরে মোদী সরকার আর্থিক পরিসংখ্যানে কারচুপি করে চলেছে বলে অভিযোগ করল কংগ্রেস। রবিবার দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের বক্তব্য, এই অভিযোগের স্বপক্ষে সর্বশেষ উদাহরণ দেশের কর্মিবাহিনীতে মহিলাদের যোগদান সংক্রান্ত পরিসংখ্যান। নরেন্দ্র মোদীর সরকার দাবি করেছে, ২০১৭-১৮ অর্থবর্ষে ওই বাহিনীতে মহিলাদের যোগদানের হার ছিল ২৭%। ২০২৩-২৪ সালে ৪১.৭% হয়েছে। যা বড় সাফল্য। কিন্তু বাস্তবে এর কারণ গ্রামে পরিবারগুলির আর্থিক অনটন। এগুলির সদস্যারাই দুর্দশা কমানোর লক্ষ্যে কাজের বাজারে পা রেখেছেন। এঁদের বড় অংশ আবার পারিবারিক কাজকর্ম এবং ব্যবসায় যুক্ত। যেখানে তাঁদের নিজস্ব কোনও আয় হয় না।

এ দিন সরকারি পরিসংখ্যান তুলে ধরে কংগ্রেস নেতা বলেন, আলোচ্য সময়ে গ্রামে স্বনির্ভর মহিলার হার ৫৭.৭% থেকে বেড়ে হয়েছে ৭৩.৫%। শহরে ৩৪.৮% থেকে ৪২.৩%। আর এই দুই ক্ষেত্র মিলিয়ে পারিবারিক ব্যবসায় মজুরিহীন মহিলা কর্মীর হার ৩১.৭% থেকে চড়েছে ৩৬.৭ শতাংশে। ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষে মহিলা কর্মীদের বর্ধিত অনুপাতের মধ্যে ৮৪% এই গোত্রের।

এ দিন রমেশের আরও বক্তব্য, আধুনিকতার পথে হাঁটা যে কোনও অর্থনীতিতে কর্মিবাহিনী কম মজুরির কৃষি ক্ষেত্রে থেকে উৎপাদন এবং পরিষেবা ক্ষেত্রের দিকে সরতে থাকে। কিন্তু গত এক বছরে ভারতে ঠিক উল্টোটা হয়েছে। গ্রামে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বেড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন