Coronavirus

অঙ্ক মেলাতে হিমশিম কেন্দ্র

কিন্তু অর্থ মন্ত্রকের হিসেব বলছে, ফেব্রুয়ারি পর্যন্ত বছরের লক্ষ্যের ৭৪% আয় হয়েছে। অথচ খরচ বাজেটের ৯১%। 

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ০৪:৩৯
Share:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। —ফাইল চিত্র

লকডাউনে থমকেছে অর্থনীতি। ফলে এ বছরের বাজেটের অঙ্ক নতুন করে কষতে হবে কি না, তা নিয়ে চলছে জল্পনা। তার মধ্যেই ২০১৯-২০ অর্থবর্ষের অঙ্ক মেলাতে গিয়ে হিমশিম অর্থ মন্ত্রক। কারণ, রাজকোষ ঘাটতির সংশোধিত লক্ষ্য ৩.৮% হলেও মন্ত্রকের হিসেব বলছে, তা ছোঁয়া কঠিন। ফেব্রুয়ারির শেষেই ঘাটতি ৫.০৭%। ২০১৯-এর এপ্রিল থেকে গত ফেব্রুয়ারি রাজস্ব আয় থেকে সরকারি খরচের ৪২% মেটানো যাচ্ছে। বাকিটা যে মার্চের আয় থেকে উঠবে না, বলা বাহুল্য। বিশেষত মার্চের শেষে লকডাউনের জেরে যেখানে জিএসটি আয় বিপুল কমবে।

Advertisement

১ এপ্রিল আর্থিক বিষয়ক সচিব অতনু চক্রবর্তীর দাবি ছিল, ঘাটতি লক্ষ্যমাত্রার মধ্যেই থাকছে। কিন্তু অর্থ মন্ত্রকের হিসেব বলছে, ফেব্রুয়ারি পর্যন্ত বছরের লক্ষ্যের ৭৪% আয় হয়েছে। অথচ খরচ বাজেটের ৯১%।

ঘাটতি লক্ষ্যের থেকে ৩৫% বেশি। তবে মন্ত্রক-কর্তাদের মতে, লকডাউনে পরিকাঠামোয় সরকারি খরচও মার্চে কম হবে। বাড়তি আয় হবে বিবাদ সে বিশ্বাস প্রকল্প থেকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন