Coronavirus

চাই পাটের বস্তা, রাজ্যকে আর্জি কেন্দ্রের

চটকলগুলি চালু করা যায়, তা নিয়ে পদক্ষেপ করুক রাজ্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০৩:৩১
Share:

প্রতীকী ছবি।

দেশ জুড়ে লকডাউন ঘোষণা হতেই রাজ্যের নির্দেশ মেনে চটকলগুলিতে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকদের সংগঠন আইজেএমএ। এ দিকে আর কিছু দিন পর থেকেই সারা দেশে চাষিদের কাছ থেকে খাদ্যশস্য কেনা শুরু হবে। এই অবস্থায় বস্তার ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গের চটকলগুলি যাতে দ্রুত উৎপাদন শুরু করে, সেই আর্জি জানিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহকে সম্প্রতি চিঠি দিয়েছে খাদ্য ও গণবণ্টন মন্ত্রক।

Advertisement

খাদ্য মন্ত্রক জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে ক’সপ্তাহের মধ্যে শস্য কেনা শুরু হবে। তাই এর মধ্যেই যাতে চটকলগুলি চালু করা যায়, তা নিয়ে পদক্ষেপ করুক রাজ্য। মন্ত্রকের যুক্তি, খাদ্যশস্য, ওষুধ, চিকিৎসার সরঞ্জামের মতো অত্যাবশক পণ্য রাখতে যে সব সংস্থা জরুরি সামগ্রী উৎপাদন করে, তাদের লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। ফলে চটকল খোলা রাখতে সমস্যা নেই। যদিও আইজেএমএ সূত্রের খবর, কেন্দ্র আর্জি জানালেও চটকল মালিকদের আপাতত লকডাউন মেনে চলারই পরামর্শ দিয়েছে রাজ্যের শ্রম দফতর।

অন্য দিকে বিভিন্ন সূত্র বলছে, গম চাষিদের কথা ভেবে বস্তার ঘাটতি মেটাতে বস্ত্র মন্ত্রক বেশি প্লাস্টিকের বস্তা কিনতে ছাড়পত্র দিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন