Infrastructure

খরচ বেড়েছে ৪.১১ লক্ষ কোটি টাকা

প্রকল্পগুলির মধ্যে ৪১২টির ক্ষেত্রে ব্যয় বেড়েছে। আর ৪৭১টি শেষ হতে পরিকল্পিত সময় থেকে গড়ে ৪৩.৩৪ মাস বেশি লাগবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২০ ০৩:৪৩
Share:

প্রতীকী ছবি।

জমি অধিগ্রহণ, পরিবেশ ছাড়পত্রে দেরি-সহ নানা কারণে দেশের ৪১২টি পরিকাঠামো প্রকল্পের খরচ বেড়ে গিয়েছে প্রায় ৪.১১ লক্ষ কোটি টাকা। যা প্রকল্পগুলির সম্ভাব্য মোট খরচের প্রায় ২০%। সরকারি হিসেব ছিল, মোট ১৬৮৩টি প্রকল্পে খরচ হবে মোট ২০,৬৫,৩৩৬.২ কোটি টাকা। সেখানেই তা বেড়ে দাঁড়িয়েছে ২৪,৭৭,১৬৭.৬৭ কোটিতে।

Advertisement

কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক ১৫০ কোটি বা তার বেশি টাকার পরিকাঠামো প্রকল্পগুলিতে নজরদারি চালায়। নিয়মিত সে সংক্রান্ত রিপোর্টও প্রকাশ করে। তেমনই জুনের জন্য তাদের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, প্রকল্পগুলির মধ্যে ৪১২টির ক্ষেত্রে ব্যয় বেড়েছে। আর ৪৭১টি শেষ হতে পরিকল্পিত সময় থেকে গড়ে ৪৩.৩৪ মাস বেশি লাগবে।

প্রকল্পগুলি তৈরির ভারপ্রাপ্ত বিভিন্ন সংস্থার দাবি, দেরি হওয়ার অন্যতম প্রধান কারণ জমি অধিগ্রহণ, পরিবেশ বা বন দফতরের ছাড়পত্র পাওয়া এবং প্রয়োজনীয় পণ্য-পরিষেবা জোগানের সমস্যা। এ ছাড়া অন্যান্য সমস্যার মধ্যে রয়েছে, তহবিল সরবরাহ, বিস্তারিত নকশা চূড়ান্ত হওয়া, বরাত দিতে দরপত্র ডাকা, যন্ত্রাংশের বরাত দেওয়া ও জোগানের দেরি ও বিভিন্ন ধরনের আইনি, চুক্তি সম্পর্কিত ও অপ্রত্যাশিত ভূতাত্ত্বিক সমস্যাও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন