মেল দিয়ে সাইবার হানার দৌরাত্ম্য বাড়ছে দ্রুত

আপাত নিরীহ ই-মেলের হাত ধরেই বিশ্ব জুড়ে বাড়ছে সাইবার হানা। কারণ, সেই মেলেই লুকিয়ে থাকছে তথ্য চুরির ‘ম্যালওয়্যার’ বা ‘ভাইরাস’। আর ভারতে এর দৌরাত্ম্য বেড়েছে দ্বিগুণ।

Advertisement

গার্গী গুহঠাকুরতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০৩:০১
Share:

আপাত নিরীহ ই-মেলের হাত ধরেই বিশ্ব জুড়ে বাড়ছে সাইবার হানা। কারণ, সেই মেলেই লুকিয়ে থাকছে তথ্য চুরির ‘ম্যালওয়্যার’ বা ‘ভাইরাস’। আর ভারতে এর দৌরাত্ম্য বেড়েছে দ্বিগুণ।

Advertisement

নেট দুনিয়ায় হানাদারির এই তথ্য উঠে এসেছে তথ্যপ্রযুক্তি সংস্থা সিমেন্টেক-এর বার্ষিক রিপোর্টে। যেখানে বলা হয়েছে, নেট দুনিয়ায় পদে পদে ঝুঁকি বাড়াচ্ছে ই-মেল। ২০১৬ সালে বিশ্ব জুড়ে প্রতি ১৩১টি মেলের একটি ম্যালওয়্যার আক্রান্ত। ২০১৫-তে যা ছিল ২২০টির মধ্যে একটি। ভারতের ছবিও কম উদ্বেগজনক নয়। প্রতি ১৫০টি মেলের একটি ভাইরাস কবলিত। গত বছর তা ছিল ৩০৫টির মধ্যে একটি।

বিশেষজ্ঞদের দাবি, নেট যোগাযোগের বাড়বাড়ন্তের ফলে এই সমস্যা বাড়ছে। বিশ্বে ২০১৬ সালে ১২০৯টি বড় মাপের তথ্য চুরির ঘটনা ঘটেছে। ফলে বেআব্রু হয়েছে ১১০ কোটি মানুষের তথ্য। এই সংখ্যার নিরিখে শীর্ষে আমেরিকা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যথাক্রমে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা। ভারত পঞ্চম।

Advertisement

একই ছবি দেশের অভ্যন্তরীণ পরিসংখ্যানে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো জানিয়েছে, গত এক দশকে ভারতে ১৯ গুণ সাইবার অপরাধ বেড়েছে। যার শীর্ষে রয়েছে প্রতারণা। ২০০৫ থেকে ২০১৪ সালে সাইবার অপরাধ ৪৮১ থেকে ৯৬২২ হয়েছে। বেড়েছে গ্রেফতারিও। কিন্তু অপরাধ কমেনি এক চুলও। বরং ২০১৫ সালে নেটব্যাঙ্কিং, এটিএম ও অন্যান্য ব্যাঙ্কের লেনদেনে সাইবার অপরাধ হয়েছে প্রায় ১২ হাজার।

সিমেন্টেকের অন্যতম কর্তা তরুণ কওরা জানান ‘ক্লাউড’ প্রযুক্তি এবং নেট-যুক্ত নানা জিনিসের ব্যবহারের সঙ্গে সঙ্গে এ ধরনের সমস্যা বাড়বে। সেই বুঝেই প্রতিরোধ গড়তে হবে। ২০১৬ সালে ভারতে নেট গ্রাহক ৪৬ কোটির উপরে। বিশেষজ্ঞদের দাবি, ২০২০-র মধ্যে নেট-যুক্ত পণ্য দাঁড়াবে ২,০০০ কোটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন