রাজ্য জুড়ে থাকবে কুয়াশার দাপট। — ফাইল চিত্র।
কলকাতায় দু’দিন ধরে জাঁকিয়ে শীত একটু যেন বিশ্রাম নিচ্ছে! তা বলে দক্ষিণবঙ্গের বাকি জেলায় কনকনে শীতে ভাটা পড়েনি। হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। মাঘের শীত লাগবে বাঘের গায়েও। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় থাকবে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের কয়েক জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হবে না। অর্থাৎ সংক্রান্তিতেও থাকবে জাঁকিয়ে শীত। তার পরে মাঘের শুরুতেও থাকবে ঠান্ডার দাপট। গোটা দক্ষিণবঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের নীচে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়ায় ছিল সবচেয়ে ঠান্ডা। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে কোচবিহারে তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় মঙ্গলবার তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়েছে। মঙ্গলবার ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম।
গোটা রাজ্যেই থাকবে কুয়াশার দাপট। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। উত্তরবঙ্গের কয়েক জেলায় বৃহস্পতিবার থেকে বাড়বে কুয়াশার দাপট। ওই দিন দার্জিলিং, উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নামতে পারে ১৯৯ থেকে ৫০ মিটারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।