Dearness Allowance

ভোটের মুখে ফের কল্পতরু কেন্দ্র, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল তিন শতাংশ

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি বর্ধিত হারে ডিএ-র সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কর্মচারি অর্থাৎ পেনশনভোগীরাও। সারা দেশে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এই সুবিধা পাবেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১২
Share:

প্রতীকী চিত্র।

ভোটের মুখে ফের কল্পতরু কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউয়েন্স (ডিএ) বাড়ানো হল তিন শতাংশ হারে।

Advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি বর্ধিত হারে ডিএ-র সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কর্মচারি অর্থাৎ পেনশনভোগীরাও। সারা দেশে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এই সুবিধা পাবেন।

এর জন্য সরকারের তরফে মোট অতিরিক্ত নয় হাজার কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। এই বর্ধিত হারে ডিএ চালু করা হবে এই বছরের জানুয়ারি মাস থেকে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: ২৮,০০০ কোটি অন্তর্বর্তী ডিভিডেন্ড দেবে শীর্ষ ব্যাঙ্ক, উঠছে প্রশ্নও

এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৯ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। নয়া সিদ্ধান্তের ফলে সেই হার ৯ শতাংশ থেকে বেড়ে ১২ শতাংশে পৌঁছল।

আরও পড়ুন: ভারত বলল, ইমরান তো পুলওয়ামার নিন্দাই করলেন না, উল্টে বাজে সাফাই দিচ্ছেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন