Petrol Diesel Price Hike

Petrol-Diesel: চড়া দামেও রাজ্যে বেড়েছে তেলের চাহিদা

২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের বিভিন্ন প্রকল্পে ৫৬৪ কোটি টাকারও বেশি মূলধনী লগ্নির পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ০৮:৩০
Share:

ফাইল চিত্র।

তেলের চড়া দাম নিয়ে দেশ জুড়ে তোলপাড়। তবে তাতে রাজ্যে পেট্রল-ডিজ়েলের বিক্রিতে ধাক্কা লাগেনি বলে দাবি করল ইন্ডিয়ান অয়েল (আইওসি)। বরং তাদের হিসাব, গত এপ্রিল-জুন ত্রৈমাসিকে তেলের বিক্রি অতিমারির আগের একই সময়কে ছাপিয়ে গিয়েছে। বেড়েছে গৃহস্থের রান্নার গ্যাসের বিক্রিও। ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের বিভিন্ন প্রকল্পে ৫৬৪ কোটি টাকারও বেশি মূলধনী লগ্নির পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

Advertisement

আইওসির এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর তথা রাজ্যের প্রধান প্রীতিশ ভরত বৃহস্পতিবার জানান, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা মিলিয়ে ২০১৯ সালের এপ্রিল-জুনে রাজ্যে পেট্রল বিক্রি করেছে ৩.৬১ লক্ষ কিলোলিটার। পরের দু’বছরে তা কিছুটা কমলেও এ বারে বিক্রি বেড়ে হয়েছে ৪.২২ লক্ষ কিলোলিটার। ডিজ়েলের বিক্রি ২০১৯ সালের ওই ত্রৈমাসিকে ৯.৭৮ লক্ষ থেকে এ বারে ১০.২১ লক্ষ কিলোলিটারে পৌঁছেছে।

অন্য দিকে, গত বছরের চেয়ে এ বারে গৃহস্থের রান্নার গ্যাসের বিক্রি ৬%-৭% বেড়েছে। গত বছরের নিচু ভিতের কথা অবশ্য মেনে নিয়েছেন ভরত। দাম বৃদ্ধির জন্য সাধারণ বা উজ্জ্বলা যোজনার গ্রাহকদের চাহিদায় টান পড়েনি বলেই দাবি তাঁর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন