Desun Hospital & Susrut Eye Care

কলকাতায় এ বার চোখের আরও উন্নত চিকিৎসা, হাত মেলাল ডিসান হাসপাতাল আর সুশ্রুত আই ফাউন্ডেশন

কলকাতায় চক্ষুরোগের চিকিৎসায় আরও উন্নত পরিষেবা দিতে হাত মেলাল ডিসান হাসপাতাল এবং সুশ্রুত আই ফাউন্ডেশন। তাদের যৌথ উদ্যোগের নাম ডিসান-সুশ্রুত আই কেয়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৬:১৫
Share:

যৌথ উদ্যোগের সূচনায় ডিসান হাসপাতালের চেয়ারম্যান সজল দত্ত এবং সুশ্রুত আই ফাউন্ডেশনের প্রধান কর্ণধার রতীশচন্দ্র পাল। ছবি: সংগৃহীত।

কলকাতায় চক্ষুরোগের চিকিৎসায় আরও উন্নত পরিষেবা দিতে হাত মেলাল ডিসান হাসপাতাল এবং সুশ্রুত আই ফাউন্ডেশন। সোমবার ডিসান হাসপাতালের তরফে জানানো হয়, তারা সুশ্রুত আই ফাউন্ডেশন এবং রিসার্চ সেন্টারের সঙ্গে নতুন উদ্যোগ শুরু করতে চলেছে। তাদের যৌথ উদ্যোগের নাম ডিসান-সুশ্রুত আই কেয়ার।

Advertisement

দুই সংস্থার তরফে জানানো হয়েছে, তারা যৌথ উদ্যোগে রোগীদের কাছে আরও উন্নত পরিষেবা দেবে। মূলত ছানি অস্ত্রোপচার, গ্লুকোমা, দৃষ্টিহীনতা এবং রেটিনার চিকিৎসায় জোর দেওয়া হচ্ছে। তারা রোগীদের বিশ্বমানের চিকিৎসা পরিষেবা দেবে বলে জানিয়েছে দুই সংস্থাই।

ডিসান-সুশ্রুত আই কেয়ার-এর সূচনায় দুই সংস্থার প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত।

সোমবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডিসান হাসপাতালের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সজল দত্ত এব‌ং সুশ্রুত আই ফাউন্ডেশনের প্রধান কর্ণধার রতীশচন্দ্র পাল। অনুষ্ঠানে ডিসান হাসপাতালের তরফে সজল বলেন, “চক্ষুরোগের চিকিৎসায় উৎকৃষ্ট মানের চিকিৎসার জন্য পরিচিত সুশ্রুত আই ফাউন্ডেশন। তাদের সঙ্গে হাত মেলাতে পেরে আমরা খুশি।” তিনি জানান, কলকাতায় সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দেওয়ার বিষয়ে তাঁরা বদ্ধপরিকর।

Advertisement

সুশ্রুত আই ফাউন্ডেশনের তরফে রতীশ বলেন, “আমরা সর্বদা মানুষকে সবচেয়ে ভাল চিকিৎসা পরিষেবা দিতে কাজ করে গিয়েছি। ডিসান হাসপাতালের উন্নত পরিকাঠামোর সহায়তায় আমরা সমাজের আরও বৃহত্তর অংশকে পরিষেবা দিতে পারব।”

দুই সংস্থার তরফে জানানো হয়েছে, চক্ষুরোগ নিরাময়ে উন্নত প্রযুক্তির সহায়তা নেবে তারা। রোগীদের চিকিৎসা করবে চক্ষু বিশেষজ্ঞদের একটি দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement