মুম্বইয়ে ডিজেল ৮০ টাকা ছুঁইছুঁই, চিন্তায় কলকাতা

কেন্দ্রের যুক্তি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধির ফলেই দেশের বাজারেও পেট্রোপণ্যের দাম বাড়ছে। কিন্তু রাজকোষ ঘাটতি মাত্রা ছাড়া হওয়ার ভয়ে তেলের উপরে শুল্ক কমানোর ঝুঁকি নিতে পারছে না তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৫
Share:

টুইটারে নাম না করে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

সম্প্রতি মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইয়ে পেট্রলের দাম লিটার প্রতি ৯০ টাকা পার করেছে। সেখানেই এ বার ৮০ টাকার দোরগোড়ায় ডিজেল। ফলে পশ্চিমবঙ্গবাসীও চিন্তিত। কারণ, মুম্বইয়ের তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও কলকাতাতেও একের পর এক মাইল ফলক পার করছে এই দুই পেট্রোপণ্য। তেলের দর নিয়ে শনিবার টুইটারে নাম না করে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। হিন্দি সিনেমার গানের সঙ্গে মিলিয়ে ছড়া কেটেছেন তিনি।

Advertisement

কেন্দ্রের যুক্তি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধির ফলেই দেশের বাজারেও পেট্রোপণ্যের দাম বাড়ছে। কিন্তু রাজকোষ ঘাটতি মাত্রা ছাড়া হওয়ার ভয়ে তেলের উপরে শুল্ক কমানোর ঝুঁকি নিতে পারছে না তারা। বস্তুত, এ দিন ব্যারেল প্রতি অশোধিত তেলের দাম আরও বেড়ে হয়েছে ৮২.৭৩ ডলার। মুম্বইয়ে ডিজেলের দাম লিটার পিছু ছিল ৭৯.২৩ টাকা। আজ, রবিবার কলকাতায় ডিজেল ১৬ পয়সা বেড়ে দাড়িয়েছে ৭৬.৬৪ টাকায়। ৯ পয়সা বেড়ে পেট্রল ৮৫.৩০ টাকা হয়েছে। হায়দরাবাদ, পটনা, ভুবনেশ্বর, আমদাবাদ, গাঁধীনগরের মতো শহরে অবশ্য ডিজেল ইতিমধ্যেই ৮০ টাকা ছাড়িয়েছে।

তেলের দামের পাশাপাশি রাফাল চুক্তি ও টাকার দরের পতন নিয়েও আক্রমণ শানিয়েছেন রাহুল। প্রসঙ্গত, শুক্রবারও তেল নিয়ে মোদীকে খোঁচা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি। তাঁর প্রশ্ন ছিল, ইউপিএ আমলের তুলনায় এখন বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম অনেকটাই কম হলেও, দেশের বাজারে তেলের দাম কেন এত চড়া!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন