ডোকোমোর বিরুদ্ধে ফের আদালতে টাটা

ঘোরালো হচ্ছে টাটা সন্স-ডোকোমো মামলা। জুনেই লন্ডনের আন্তর্জাতিক আদালতে মামলা জিতেছিল জাপানি টেলিকম সংস্থা এনটিটি ডোকোমো। রায়ে টাটা সন্সকে ১১৭ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৮
Share:

ঘোরালো হচ্ছে টাটা সন্স-ডোকোমো মামলা। জুনেই লন্ডনের আন্তর্জাতিক আদালতে মামলা জিতেছিল জাপানি টেলিকম সংস্থা এনটিটি ডোকোমো। রায়ে টাটা সন্সকে ১১৭ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। তা কার্যকর করতে লন্ডনের বাণিজ্যিক আদালতে যায় ডোকোমো। কিন্তু রায়কে একতরফা বলে বাতিল করার আর্জি জানিয়ে এ বার ওই আদালতেই গেল টাটা। এতে ক্ষোভ জানিয়ে ডোকোমোর দাবি, নিষ্পত্তি হওয়া মামলা ফের শুরু করতে চাইছে টাটা। প্রসঙ্গত, দু’বছর আগে সংস্থা দু’টির মধ্যে গাঁটছড়া ভেঙেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement