Union Budget 2026

গৃহঋণের সুদ থেকে স্বাস্থ্য বিমার কিস্তি, বাজেটকে ‘জনমুখী’ করতে ফের করছাড় ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা?

১ ফেব্রুয়ারি সংসদে ২০২৬-’২৭ আর্থিক বছরের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানে গৃহঋণের সুদ ও স্বাস্থ্য বিমার কিস্তির উপর আয়করে ছাড়ের ঘোষণা করবেন তিনি? এই নিয়ে চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৫:২৬
Share:

১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। —ফাইল ছবি।

আর মাত্র কয়েক দিন। তার পরেই ফের সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২৬-’২৭ আর্থিক বছরের ব্যয়বরাদ্দে থাকবে কোনও বড় চমক? আমজনতাকে স্বস্তি দিতে গৃহঋণের সুদের উপর মেগা ছাড় দেবেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী? বাজেট পেশের মুখে এই নিয়ে দেশ জুড়ে চড়ছে প্রত্যাশার পারদ।

Advertisement

অর্থনীতিবিদদের একাংশের দাবি, এ বছর পশ্চিমবঙ্গ, কেরল, অসম, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা ভোট থাকায় ‘জনমোহিনী’ বাজেট করবেন নির্মলা। ফলে আম-আদমির আর্থিক সুবিধার কথা ভেবে সেখানে যে একাধিক ঘোষণা থাকবে, তা বলাই বাহুল্য। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, বাজেটে নতুন করকাঠামোয় গৃহঋণের সুদের উপর দু’লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিতে পারে কেন্দ্র। বর্তমানে যে সুবিধা কেবলমাত্র পুরনো করকাঠামোয় চালু আছে।

এ ছাড়া স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও বাজেটে বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। এর প্রিমিয়ামের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত আয়করে ছাড় দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। সূত্রের খবর, এই ব্যাপারে আধিকারিকদের সঙ্গে একপ্রস্ত আলোচনাও সেরে নিয়েছেন তিনি। গত বছর (পড়ুন ২০২৫ সাল) সেপ্টেম্বরে ব্যক্তিগত স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ‘পণ্য ও পরিষেবা কর’ বা জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) প্রত্যাহার করে সরকার। ফলে এতে ১৮ শতাংশ থেকে জিএসটির মাত্রা শূন্যে নেমে এসেছে।

Advertisement

অর্থ মন্ত্রক সূত্রে খবর, বাজেটে নির্দিষ্ট কিছু পণ্যের উপর আমদানি শুল্ক হ্রাসের ঘোষণা করবেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য নির্মলা। ফলে ঘরোয়া বাজারে কমতে পারে ওই সমস্ত সামগ্রীর দাম। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির জেরে আন্তর্জাতিক আমদানি-রফতানিতে তৈরি হয়েছে অস্থিরতা। বাজেট ভাষণে সেখান থেকে বেরিয়ে আসার দিশা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী দেখাবেন বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।

এর পাশাপাশি আসন্ন বাজেটে কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির উপর জোর দিতে পারে কেন্দ্র। মূলত স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে সংশ্লিষ্ট প্রযুক্তির বহুল ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। উদাহরণ হিসাবে এক্সরে মেশিনের কথা বলা যেতে পারে, যাতে রোগীর হাড়ের ছবি বিশ্লেষণের জন্য আগামী দিনে অন্তর্ভুক্ত হবে কৃত্রিম মেধার মেশিন লার্নিং মডেল। এআইয়ের মাধ্যমে চিকিৎসা খরচ কমানোর চেষ্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কী ভাবে করেন সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement