কার্ড গায়েবের জল্পনা ওড়াল ব্যাঙ্ক

স্টেট ব্যাঙ্কের মুখপাত্র জানান, তাঁদের ওই কার্ডহীন লেনদেনের জন্য স্মার্ট ফোনে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৯ ০৩:৫২
Share:

প্রতীকী ছবি।

স্টেট ব্যাঙ্কের কর্ণধারের বক্তব্য ছিল, আগামী দিনে ডেবিট কার্ড তুলে দেওয়ার ভাবনা রয়েছে তাঁদের। প্রযুক্তিগত ভাবে তা অসম্ভবও নয়। এই মন্তব্য সামনে আসার পরেই মঙ্গলবার দিনভর জল্পনা, তবে কি আর থাকবেই না ডেবিট কার্ড? টাকা তোলা বা কার্ডে কেনাকাটা তবে হবে কী ভাবে? এ প্রসঙ্গে এ দিন ব্যাঙ্কটির কর্তৃপক্ষ জানান, যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা অমূলক। ধীরে ধীরে কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ঠিকই। কিন্তু তার মানে এই নয় যে, তা উঠে যাচ্ছে এখনই। এই বদলের সঙ্গে মানিয়ে নিতে সময় পাবেন গ্রাহকেরা।

Advertisement

স্টেট ব্যাঙ্কের মুখপাত্র জানান, তাঁদের ওই কার্ডহীন লেনদেনের জন্য স্মার্ট ফোনে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হয়। সেখানেই খোঁজ মেলে এই পরিষেবা দেওয়ার উপযুক্ত এটিএমের (দেশে এখন যার সংখ্যা ৬৮-৭০ হাজার)। সেখানে প্রতিটি লেনদেন করা যায় কার্ড ছাড়াই, এককালীন পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে। তাদের দাবি, ডিজিটাল লেনদেনে জোর দেওয়ার পাশাপাশি প্লাস্টিকের কার্ডের ব্যবহার কমাতেই এই সিদ্ধান্ত।

ধাপে ধাপে কার্ডহীন লেনদেনের পথে হাঁটার কথা আজ অনেক দিন ধরে বলছে রিজার্ভ ব্যাঙ্কও। পকেট থেকে কার্ড খোয়া গেলে তার অপব্যবহারের সম্ভাবনা ষোল আনা। তার বদলে যদি শুধু ওই কার্ডের সূত্রে পাসওয়ার্ড মোবাইলে আসে আর তা দিয়েই সেরে ফেলা যায় লেনদেন, তবে সুবিধা এবং সুরক্ষা গ্রাহকেরই। বিশেষত এই পাসওয়ার্ড প্রতি লেনদেনে পাল্টে যাওয়ায় তা হাতিয়ে অন্য কারও কার্ড ব্যবহার করে টাকা তোলা বা জিনিস কেনা শক্ত। সংশ্লিষ্ট সূত্রে খবর, ঠিক কী ভাবে সেই কার্ডহীন লেনদেনকে নিরাপদ কিন্তু সরল করতে পারে সব ব্যাঙ্ক, তার ছবি স্পষ্ট হবে আগামী দিনে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন