ট্রাম্পের সুর চড়তেই পাল্টা চাপ চিনের

সুর পাল্টে ট্রাম্পের হুমকি, এখানেই থামতে চান না তিনি। মোট ১৫ হাজার কোটি ডলারের শুল্ক চাপাতে চান চিনা পণ্যের উপরে। যার মধ্যে ইতিমধ্যেই বসেছে ৫,০০০ কোটি।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ০৩:০১
Share:

মাঝে সামান্য নরম হয়েছিল সুর। চিনের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার দরজা খোলা, বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার পরেই ফের ছড়াল আমেরিকা-চিন শুল্ক যুদ্ধের উত্তাপ। সুর পাল্টে ট্রাম্পের হুমকি, এখানেই থামতে চান না তিনি। মোট ১৫ হাজার কোটি ডলারের শুল্ক চাপাতে চান চিনা পণ্যের উপরে। যার মধ্যে ইতিমধ্যেই বসেছে ৫,০০০ কোটি। মার্কিন শুল্কের জবাবে যে ভাবে পাল্টা কর বসিয়েছে চিন, তাতে তাদের ‘উচিত শিক্ষা’ দিতে এ বার আমেরিকার লক্ষ্য সে দেশের পণ্যে বাড়তি ১০ হাজার কোটি ডলার আমদানি শুল্ক বসানো। চুপ থাকেনি চিনও। জানিয়েছে, পাল্টা ব্যবস্থা নেবে তারা। চালিয়ে যাবে লড়াই।

Advertisement

শুক্রবার ট্রাম্প বলেন, ‘‘অন্যায় আচরণ শুধরে নেওয়ার বদলে চিন আমাদের কৃষক ও উৎপাদনকারীদের ক্ষতি করার পথ বেছেছে। তাদের এই অনৈতিক পাল্টা আঘাতের কারণেই বাণিজ্য প্রতিনিধিদের নির্দেশ দিয়েছি বাড়তি শুল্ক বসানোর বিষয়টি খতিয়ে দেখতে। সিদ্ধান্ত পাকা হলে ঠিক হবে কোন পণ্যে তা চাপানো হবে।’’

ট্রাম্পের হুমকিতে এ দিন বাণিজ্য যুদ্ধের মেঘ আরও ঘন হয় বিশ্ব জুড়ে। বিশেষত চিন যেখানে পাল্টা আঘাতের হুমকি দিয়েও রেখেছে। ভারতে শেয়ার বাজার সামান্য উঠলেও, দিনভর ছিল অস্থির। সব সূচক নেমেছে ইউরোপে। এশিয়ার কিছু দেশেও ধাক্কা লেগেছে।

Advertisement

ফের তোপ

• চিন থেকে আসা পণ্যে আরও ১০ হাজার কোটি ডলারের আমদানি শুল্ক চায় ওয়াশিংটন

বেজিংয়ের হুমকি

• পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। জারি থাকবে লড়াই

• আমেরিকার বিরুদ্ধে হাত ধরার ডাক ইউরোপীয় অঞ্চলকে

আশঙ্কা

• সারা বিশ্বে আরও ঘোরালো হবে বাণিজ্য যুদ্ধ

• সন্ত্রস্ত থাকবেন লগ্নিকারীরা

• টালমাটাল থাকবে বিভিন্ন দেশের শেয়ার বাজার

• রেটিং সংস্থা এসঅ্যান্ডপির সতর্কবার্তা, অস্থিরতা বাড়বে আন্তর্জাতিক আর্থিক বাজারে

• মুডিজের ইঙ্গিত, কমতে পারে লগ্নি, চাহিদাও। ভুগবে বৃদ্ধি

• মার খাবে আন্তর্জাতিক ব্যবসা

এর আগে

• ১,৩০০টি চিনা পণ্যে ২৫% শুল্কের কথা বলেছে আমেরিকা

• আওতায় রোবট, যন্ত্রপাতি, এরোস্পেস, যোগাযোগ প্রযুক্তি

• ১০৬টি মার্কিন পণ্যে একই পরিমাণ শুল্কের তোপ চিনের

• আওতায় সয়াবিন, ফলের রস, তামাক, গাড়ি, ছোট বিমান

এর আগে চিন থেকে আসা ১৩০০টি পণ্যে ২৫% শুল্ক বসানোর তালিকা প্রকাশ করে আমেরিকা। পাল্টা হিসেবে চিন জানায় ১০৬টি মার্কিন পণ্যে সমপরিমাণ কর বসানোর কথা। এতেই ক্ষুব্ধ ট্রাম্প চিনা পণ্যে বসাতে চান বাড়তি শুল্ক।

ট্রাম্পের অভিযোগ, চিনের বেআইনি বাণিজ্য নীতি বহু মার্কিন কারখানাকে ধুলিসাৎ করেছে। খেয়েছে বহু চাকরি। তিনি কৃষকদের স্বার্থ বাঁচাতে পরিকল্পনা কার্যকরের নির্দেশও দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন