Lok Sabha Election 2024

‘ঘরওয়াপসি’ শুরু, দাবি দুই বাম প্রার্থীরই

শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন মেদিনীপুরের বাম প্রার্থী বিপ্লব, ঘাটালের বাম প্রার্থী তপন। মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসেন দুই বাম প্রার্থী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ০৯:২৬
Share:

মনোনয়ন জমা দিচ্ছেন মেদিনীপুর কেন্দ্রের বাম প্রার্থী বিপ্লব ভট্ট। মেদিনীপুর কালেক্টরেটে। নিজস্ব চিত্র।

বামের ভোট ফের বামের ঘরেই ফিরছে, দাবি জেলার দুই বাম প্রার্থীরই। মেদিনীপুরের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট বলছেন, ‘‘ঘরওয়াপসি শুরু হয়েছে। যাঁরা ভুল বুঝে দূরে সরে গিয়েছিলেন, তাঁরা ফিরে আসছেন।’’ ঘাটালের সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় বলছেন, ‘‘প্রচারে নেমে বুঝেছি, মানুষ তৎপর। তাঁরা
পরিবর্তন চাইছেন।’’

Advertisement

শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন মেদিনীপুরের বাম প্রার্থী বিপ্লব, ঘাটালের বাম প্রার্থী তপন। মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসেন দুই বাম প্রার্থী। মেদিনীপুরে বিদ্যাসাগর হলের সামনে থেকে মিছিল শুরু হয়। বাম- কংগ্রেসের যৌথ মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, সিপিআইয়ের জেলা সম্পাদক অশোক সেন, জেলা কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। জেলার দু’টি লোকসভা আসনে বামেদের তরফে বরাবর প্রার্থী দেয় সিপিআই। এ বারও তারা প্রার্থী দিয়েছে। পুরনো মুখেই ভরসা রেখেছে দল। গতবার মেদিনীপুরে প্রার্থী ছিলেন বিপ্লব। এ বারও তিনি প্রার্থী। গতবার ঘাটালে প্রার্থী ছিলেন তপন। এ বারও তিনি প্রার্থী। গতবার দুই আসনেই বামেদের ভোট ছিল পাঁচ শতাংশের আশেপাশে। রক্তক্ষরণ অব্যাহত ছিল! ২০১৯ এর লোকসভা ভোটে মেদিনীপুরে যেখানে বিজেপি পেয়েছিল ৪৮.৬০ শতাংশ ভোট, তৃণমূল ৪২.২৯ শতাংশ, সেখানে সিপিআই পেয়েছিল ৪.৪২ শতাংশ ভোট। গত লোকসভা ভোটে ঘাটালে যেখানে তৃণমূল পেয়েছিল ৪৮.২১ শতাংশ ভোট, বিজেপি ৪০.৯৬ শতাংশ, সেখানে সিপিআই পেয়েছিল ৬.৫২ শতাংশ ভোট।

বাম নেতৃত্বের অবশ্য দাবি, ‘ঘরওয়াপসি’ শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের অত্যাচার থেকে বাঁচা যাবে- এই ভাবনায় কিংবা অন্য কোনও কারণে যাঁরা বামেদের থেকে মুখ ফিরিয়েছিলেন, তাঁরা ফের বামে ফিরছেন। জেলার দুই আসনেই বামের প্রতিপক্ষ তারকা প্রার্থী। মেদিনীপুরে সিপিআইয়ের বিপ্লবের প্রতিপক্ষে রয়েছেন তৃণমূলের জুন মালিয়া, বিজেপির অগ্নিমিত্রা পাল। জুন অভিনেত্রী। অগ্নিমিত্রা ফ্যাশন ডিজাইনার। ঘাটালে সিপিআইয়ের তপনের প্রতিপক্ষে রয়েছেন তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব, বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। দেব অভিনেতা। হিরণও অভিনেতা। প্রতিপক্ষে তো তারকা? মেদিনীপুরের সিপিআই প্রার্থী বিপ্লব বলছেন, ‘‘রাজনীতির ময়দানে নেমেছি। অভিনয় করতে নামিনি। মানুষের দাবিদাওয়া সংসদে উচ্চারিত করার কথা বলছি। মানুষের সাড়াও পাচ্ছি।’’ ভোট- বৃদ্ধির আশা কী ভাবে করছেন? বিধানসভায় তো বামেরা শূন্য? বিপ্লবের জবাব, ‘‘ বিধানসভায় আমরা শূন্য, লকআপেও আমরা শূন্য। প্রচারে ভাল সাড়া পাচ্ছি। নিশ্চিতভাবে ফলাফলেও এর প্রতিফলন ঘটবে।’’

Advertisement

এ দিন দুপুরে মেদিনীপুর কালেক্টরেট চত্বরের মনোনয়ন কেন্দ্রে মুখোমুখি হন ঘাটালের বাম প্রার্থী তপন এবং ঘাটালের বিজেপি হিরণ। সৌজন্য দেখিয়েছেন বিজেপি প্রার্থী। তিনি বাম প্রার্থীকে প্রণাম করেছেন। তপন বলছিলেন, ‘‘হিরণ আমার ভাইয়ের মতোই। হিরণের সঙ্গে সম্পর্ক আলাদা, ওঁর সঙ্গে তো ব্যক্তিগত বিরোধ নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন