ট্রাম্প নীতি কার্যত আশীর্বাদ: মুকেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে ভারত-সহ বহু দেশের তথ্যপ্রযুক্তি মহল ব্যবসা হারানোর ভয়ে কাঁটা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫১
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে ভারত-সহ বহু দেশের তথ্যপ্রযুক্তি মহল ব্যবসা হারানোর ভয়ে কাঁটা। কিন্তু বুধবার রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী বললেন, ট্রাম্প-নীতিকে আদতে আশীর্বাদ হিসেবেই দেখুক ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প। তাঁর পরামর্শ, এর ফলে সংস্থাগুলি যদি দেশের মাটিতে ব্যবসা বাড়ানোয় মন দেয়, তাতে তাদের আখেরে লাভই হবে। কারণ, ভারত বিশ্বের অন্যতম সম্ভাবনাময় বাজার।

Advertisement

তবে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ন্যাসকমের যে সম্মেলেনে আশার কথা শোনান মুকেশ, সেখানেই ফুটে উঠেছে উদ্বেগের ছবি। ২০১৭ সালে দেশে তথ্যপ্রযুক্তি শিল্পের বৃদ্ধি ৮-১০% ধরা হলেও ট্রাম্প নীতির কারণে তা এই সীমার নীচের দিকে থাকবে বলেই ইঙ্গিত ন্যাসকমের। একই কারণে আগামী অর্থবর্ষের জন্য বৃদ্ধির পূর্বাভাস ঘোষণার সময়ও পিছিয়েছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন