টিসিএসের নিট মুনাফা বাড়ল ৭২ শতাংশ

ইনফোসিস শেয়ার কেনার হিড়িকে চাঙ্গা বাজার

যেমনটা আশা করা হয়ছিল, তেমনটাই ঘটল। ইনফোসিসের আর্থিক ফল ঠেলে তুলল শেয়ার বাজারকে। ফলে টানা চার দিন ছুটি কাটিয়ে সোমবার বাজার খোলার পরে সেনসেক্স এক লাফে বাড়ে ১৮৯.৬১ পয়েন্ট। দাঁড়ায় ২৫,৮১৬.৩৬ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ০২:৫২
Share:

যেমনটা আশা করা হয়ছিল, তেমনটাই ঘটল। ইনফোসিসের আর্থিক ফল ঠেলে তুলল শেয়ার বাজারকে। ফলে টানা চার দিন ছুটি কাটিয়ে সোমবার বাজার খোলার পরে সেনসেক্স এক লাফে বাড়ে ১৮৯.৬১ পয়েন্ট। দাঁড়ায় ২৫,৮১৬.৩৬ অঙ্কে। নিফ্‌টিও ৬৪.২৫ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ৭,৯১৪.৭০ অঙ্কে। ডলারের সাপেক্ষে টাকার দামও ৯ পয়সা বেড়েছে। দিনের শেষে এক ডলার হয়েছে ৬৬.৫৫ টাকা।

Advertisement

গত আর্থিক বছর অর্থাৎ ২০১৫-’১৬ সালের চতুর্থ ত্রৈমাসিকে ইনফোসিসের আর্থিক ফলাফল বাজারের আশাকে ছাপিয়ে গিয়েছে। ওই সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থাটি তার নিট মুনাফা আগের বারের থেকে ১৬.২% বাড়িয়ে করেছে ৩,৫৯৭ কোটি টাকা। চলতি অর্থবর্ষের আর্থিক ফলের আভাস দিতে গিয়ে জানানো হয়েছে, ডলারের নির্দিষ্ট দামের ভিত্তিতে তাদের মোট আয় বৃদ্ধির হার থাকবে ১১.৫ শতাংশ থেকে ১৩.৫ শতাংশের মধ্যে।

ইনফোসিসের ফলাফলে খুশি লগ্নিকারীদের মধ্যে এ দিন সংস্থার শেয়ার কেনার ধুম পড়ে যায়। যার ফলে সংস্থার শেয়ার দর ৫.৭০ শতাংশ বে়ড়ে উঠে যায় ১২৩৮.৮০ টাকায়, যা গত ৫২ সপ্তাহে সব থেকে বেশি।

Advertisement

এ দিন আবার বাজার বন্ধের পরে দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসের আর্থিক ফলাফল প্রকাশিত হয়। চটকদার ফল করেছে এই সংস্থাটিও। ২০১৫-’১৬ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে টিসিএসের নিট মুনাফা আগের বারের থেকে ৭২.৭% বেড়ে দাঁড়িয়েছে ৬৪১৩ কোটি টাকা। পাশাপাশি সংস্থার মোট আয় আগের বারের থেকে ১৭.৫% বেড়ে হয়েছে ২৮৪৪৯ কোটি টাকা।

টিসিএসের এই আর্থিক ফলাফলের পাশাপাশি এ দিন পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির হারও প্রকাশিত হয়েছে। গত ১৭ মাস ধরেই তা রয়েছে শূন্যের নীচে, যার অর্থ দাম বাড়েনি, তা সরাসরি কমেছে। তবে দু’টি খবরই প্রকাশিত হয়েছে শেয়ার বাজার বন্ধের পর। তাই বিশেষজ্ঞদের ধারণা, এই দুইয়ের প্রভাবে বুধবার সূচক আরও চাঙ্গা হয়ে উঠতে পারে। উল্লেখ্য, আজ মঙ্গলবার মহাবীর জয়ন্তী উপলক্ষে শেয়ার বাজার বন্ধ।

এক দিকে বিভিন্ন সংস্থার ভাল আর্থিক ফলাফল, অন্য দিকে চলতি বছরে স্বাভাবিকের থেকে বেশি বর্ষার পূর্বাভাস, তলানিতে থাকা মূল্যবৃদ্ধি ইত্যাদির প্রভাবে শেয়ার বাজার এ বার দ্রুত বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই। যেমন, স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখ বলেন, ‘‘এখন আর পিছনের দিকে তাকাতে হবে বলে মনে হয় না। আমার ধারণা, নিফ্‌টি এ মাসের শেষেই ৮২০০ অঙ্ক ছোঁবে।’’

এ দিকে বিদেশি লগ্নি সংস্থাগুলিও ভারতের বাজারে বিনিয়োগের বহর বাড়িয়েছে। তারা এ দিন ভারতে ৯৭৭ কোটি টাকার শেয়ার কিনেছে। শেয়ার বাজারে ছুটি শুরু হওয়ার আগের দিন, গত বুধবারও তারা বিনিয়োগ করেছে ৬৪৪.২৭ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement