ই-কমার্সে তরজা

ভারতে সরাসরি পা রাখার কথা ভাবনা-চিন্তা করছে চিনা ই-কমার্স সংস্থা আলিবাবা। আর তা নিয়ে তরজায় জড়ালেন দেশীয় দুই অনলাইন কেনাকাটা সংস্থার কর্ণধার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০২:৫৯
Share:

ভারতে সরাসরি পা রাখার কথা ভাবনা-চিন্তা করছে চিনা ই-কমার্স সংস্থা আলিবাবা। আর তা নিয়ে তরজায় জড়ালেন দেশীয় দুই অনলাইন কেনাকাটা সংস্থার কর্ণধার। ফ্লিপকার্টের অন্যতম প্রতিষ্ঠাতা সচিন বনসল সম্প্রতি টুইট করে বলেন, আলিবাবার এই পরিকল্পনা থেকেই বোঝা যায় ভারতীয় সংস্থায় তাদের লগ্নির কতটা খারাপ অবস্থা। এরই উত্তরে স্ন্যাপডিলের কর্ণধার কুণাল বহেল বলেন, কয়েক মাস আগেই মর্গ্যান স্ট্যানলি ফ্লিপকার্টের বাজার দর প্রায় ৫০০ কোটি ডলার কমিয়েছে। তাই অন্যের চিন্তা ছেড়ে এখন বনসলের নিজের সংস্থার কথা ভাবা উচিত। উল্লেখ্য, এর আগে স্ন্যাপডিল, পেটিএমের মতো সংস্থায় টাকা ঢেলেছে আলিবাবা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement