Humayun Kabir

হুমায়ুনের বাবরি মসজিদ: শিলান্যাসের আগের রাতেই বেলডাঙার মাঠে ভিড়! পুলিশের সঙ্গে ফোনে কথা বিধায়কের

হুমায়ুন কবীর জানিয়েছেন, শনিবার দুপুর ১২টায় মূল অনুষ্ঠান শুরু হবে। তবে তার ২ ঘণ্টা আগে থেকে আনুষ্ঠানিক কাজকর্ম শুরু হয়ে যাবে। রাজ্য থেকে তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্মগুরুরা আসছেন তাঁর মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ২২:২১
Share:

সদ্য তৃণমূল সাসপেন্ড করেছে হুমায়ুন কবীরকে। —ফাইল চিত্র।

বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করছেন বিধায়ক হুমায়ুন কবীর। দলবিরোধী কাজের জন্য সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুনের মসজিদের শিলান্যাস ঘিরে তৎপর মুর্শিদাবাদের পুলিশ-প্রশাসন। শুক্রবার রাতে সাড়ে ৯টা পর্যন্ত মঞ্চ বাঁধার কাজ হয়েছে। বেলডাঙার মরাদিঘি মোড় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চলছে পুলিশি নজরদারি। পুলিশের পক্ষ থেকে থাকছে কুইক রেসপন্স টিম এবং র‍্যাফ।

Advertisement

হুমায়ুন জানিয়েছেন, শনিবার দুপুর ১২টায় মূল অনুষ্ঠান শুরু হবে। তবে তার ২ ঘণ্টা আগে থেকে আনুষ্ঠানিক কাজকর্ম শুরু হয়ে যাবে। রাজ্য থেকে তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্মগুরুরা আসছেন তাঁর মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে। সমস্ত কাজ সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য শুক্রবার থেকে প্রায় ২০০০ স্বেচ্ছাসেবক কাজ শুরু করে দিয়েছেন। আয়োজকদের দাবি, মঞ্চ, খাওয়াদাওয়া ইত্যাদি মিলিয়ে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা খরচ হচ্ছে। এই পরিস্থিতিতে অনুষ্ঠানস্থলের অদূরে ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখাই অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশ-প্রশাসনের। শুক্রবার রাতে মঞ্চস্থল পরিদর্শনে যান জেলা পুলিশের আধিকারিকেরা। তাঁরা কথা বলেন হুমায়ুনের সঙ্গে। বস্তুত, মসজিদের শিলান্যাসের আগেই রাতেই জনসমাগম ঘটছে বেলডাঙার মাঠে।

জেলা পুলিশ সূত্রে খবর, শনিবার বাড়তি বাহিনীর দায়িত্বে থাকছেন পুলিশ সুপার পদমর্যাদার দু’জন আধিকারিক। সঙ্গে থাকছেন ডিএসপি পদমর্যাদার ৩০ জন আধিকারিক। ইন্সপেক্টর পদমর্যাদার অন্তত ১০০ জন আধিকারিক থাকছেন বিশেষ নিরাপত্তার দায়িত্বে। এ ছাড়াও সাব-ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব- ইন্সপেক্টর পদমর্যাদার প্রায় ২০০ আধিকারিককে নিরাপত্তার দায়িত্বে আনা হচ্ছে। সেই সঙ্গে থাকছে কনস্টেবল, লেডি কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ৩০ জন আধিকারিক থাকবেন সভাস্থলে।

Advertisement

শুক্রবার জেলা পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা হয়েছে বলে দাবি হুমায়ুনের। তিনি বলেন, ‘‘পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়েছি। লাখ তিনেক লোক তো কাল হবেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement