চাঙ্গা বাজারে নতুন নজির গড়ল নিফ্‌টি

এ দিন সেনসেক্সও ২৫০.৪৭ পয়েন্ট বেড়ে থামে ৩২,৪৩২.৬৯ অঙ্কে। ডলারের সাপেক্ষে ১৫ পয়সা টাকা বেড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ০৩:০০
Share:

ফাইল চিত্র।

থমকে থাকা মূল্যবৃদ্ধি ও শিল্প বৃদ্ধির হার বাড়ায় শুক্রবারও চাঙ্গা থাকল শেয়ার বাজার। নতুন রেকর্ড গড়ল নিফ্‌টি। এই দিন বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওই সূচক ৭১.০৫ পয়েন্ট বেড়ে ১০,১৬৭.৪৫ অঙ্কে পৌঁছে নতুন রেকর্ড করে। এর আগে ১৮ সেপ্টেম্বরের ১০,১৫৩.১০ অঙ্কই ছিল সর্বকালীন নজির।

Advertisement

এ দিন সেনসেক্সও ২৫০.৪৭ পয়েন্ট বেড়ে থামে ৩২,৪৩২.৬৯ অঙ্কে। ডলারের সাপেক্ষে ১৫ পয়সা টাকা বেড়েছে। ১ ডলারের দাম হয়েছে ৬৪.৯৩ টাকা। যা বাজারকে চাঙ্গা করতে রসদ জুগিয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। টাটা গোষ্ঠীর মোবাইল ব্যবসা কেনার খবরে এয়ারটেলের শেয়ার দর বেড়েছে প্রায় ৮%।

এ দিন লগ্নিকারীদের নজর ছিল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের ফলেও। বিশেষ করে রিলায়্যান্স জিও-র। বাজার বন্ধের পরে প্রকাশিত হিসেব অনুসারে, জুলাই-সেপ্টেম্বরে মুকেশ অম্বানীর টেলি সংস্থার লোকসান হয়েছে ২৭০.৬ কোটি টাকা। বাজার মনে করেছিল ক্ষতির অঙ্ক হবে ২,০০০ কোটি। সব মিলিয়ে অবশ্য গোষ্ঠীর নিট মুনাফা ১২.৫% বেড়ে হয়েছে ৮,১০৯ কোটি। পাশাপাশি, সেপ্টেম্বরে রফতানি বেড়েছে ২৫.৬%।
তবে আমদানিও বাড়ায়, প্রায় একই রয়েছে বাণিজ্য ঘাটতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement