—প্রতীকী চিত্র।
মোটরবাইক চুরি-চক্রের এক পান্ডাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ নাসিম। তাকে বুধবার তিলজলা থেকে ধরেছে শ্যামপুকুর থানার পুলিশ। তার বাড়ি তিলজলাতেই। ধৃতকে জেরা করে পুলিশ জেনেছে, চক্রটি কলকাতা এবং সংলগ্ন এলাকা থেকে প্রায় পাঁচটি মোটরবাইক চুরির ঘটনায় জড়িত। নাসিমকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
লালবাজার জানিয়েছে, ১৮ ডিসেম্বর রাতে শ্যামপুকুর থানা এলাকার মায়ের ঘাটের কাছে রাস্তায় রাখা একটি মোটরবাইক চুরি যায়। পুলিশ তদন্তে নেমে ওই ঘটনার সঙ্গে জড়িত কয়েক জনের নাম জানতে পারে। বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে শেখ রিয়াজ নামে এক দুষ্কৃতীকে ধরে পুলিশ। তার থেকে উদ্ধার হয় ওই দিন চুরি যাওয়া বাইকটি। এক তদন্তকারী জানান, রিয়াজকে সিসিটিভি-র ফুটেজ দেখানো হলে সে নাসিমকে শনাক্ত করে। এর পরেই তল্লাশি চালিয়ে নাসিমকে গ্রেফতার করা হয়। নাসিম ওই ঘটনা ছাড়াও চিৎপুর, বরাহনগর-সহ বেশ কয়েকটি জায়গায় মোটরবাইক চুরির ঘটনায় জড়িত। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জেনেছেন, দলবল নিয়ে বিভিন্ন এলাকায় রাতে ঘুরে বেড়াত নাসিম। কোথায় কোথায় রাস্তায় মোটরবাইক রাখা আছে, তা চিহ্নিত করত তারা। ফাঁকা এলাকায় মোটরবাইক রাখা আছে দেখলেই সেগুলি চুরির জন্য বেছে নিত অভিযুক্তেরা। সুযোগ বুঝে রাস্তা থেকে বাইক নিয়ে চম্পট দিত তারা। চুরির বাইক পরে বিক্রি করে দেওয়া হত বলে পুলিশ জানিয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে