ছবি: সংগৃহীত।
জনসমক্ষে এক সমাজমাধ্যমপ্রভাবীকে জোর করে চুম্বন করার চেষ্টা করলেন এক বিদেশি। প্রকাশ্যেই এক তরুণ নেটপ্রভাবী তরুণীর অনুমতি ছাড়াই তাঁর দিকে মুখ এগিয়ে নিয়ে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। অবাঞ্ছিত পরিস্থিতিটি এড়ানোর চেষ্টা করেন নেটপ্রভাবী তরুণী। ঘটনাটি চিনে ঘটেছে বলে জানা গিয়েছে। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখার পর সমাজমাধ্যমে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে এক বিদেশি তরুণ ওই নেটমাধ্যম প্রভাবীকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করছেন। জনসমক্ষে তাঁর ঘাড় চেপে ধরে নিজের মুখটি তরুণীর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে তরুণী রাশিয়ার বাসিন্দা। তাঁর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠেছে মিশরের এক তরুণের বিরুদ্ধে। কয়েক সেকেন্ডের ছোট এই ফুটেজে দেখা গিয়েছে, মিশরীয় তরুণ সম্মতি ছাড়াই রুশ ইউটিউবারের দিকে এগিয়ে যাচ্ছেন। তরুণীর ঠোঁটের দিকে ঝুঁকে পড়ার চেষ্টা করছেন। স্পষ্টতই তরুণী অস্বস্তিতে। তরুণী পিছু হটতে থাকেন এবং ওই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন। রুশ নেটপ্রভাবী সরাসরি প্রশ্ন করে বসেন, ‘‘তুমি কি আমাকে চুমু খেতে চাও?’’ তরুণের ইতিবাচক উত্তরে ইউটিউবার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সম্মতি ছাড়া এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। সম্মতি ছাড়া তাঁকে কেউ চুম্বন করতে পারে না।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘লইয়ার_কল্পনা’ নামের অ্যাকাউন্ট থেকে প্রকাশ্যে আসার পর তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে নেটমাধ্যমে। মিশরীয় তরুণের আচরণের নিন্দা করেছেন অধিকাংশ নেটাগরিক। প্রকাশ্য স্থানে এই ধরনের আচরণ অনুপযুক্ত ও উদ্বেগজনক। বিশেষ করে বিষয়স্রষ্টা ও নেটপ্রভাবীদের একা ভ্রমণের সময় অবাঞ্ছিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঘটনা বাড়ছে বলে মনে করছেন নেটাগরিকদের একাংশ।