বর্ষবিদায়ের ক্ষণ উপস্থিত। ২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার পরেই ২০২৬-এ পা দেবে বিশ্ব। ২০২৫ সাল জুড়ে ছিল ঘটনার ঘনঘটা। সেই সব ঘটনা খুঁটিনাটি জানতে আমরা শরণাপন্ন হই গুগ্লেরই।
সাম্প্রতিক ভূ-রাজনৈতিক সমস্যা, বিনোদন, খেলা থেকে শুরু করে নানা অদ্ভুত প্রশ্ন— আন্তর্জালের ‘সিধুজ্যাঠা’র দ্বারস্থ হয়ে ভারতীয়েরা ২০২৫ সালে সবচেয়ে বেশি কোন বিষয়গুলি খুঁজেছে? সেই নিয়ে গুগ্ল একটি তালিকা তৈরি করেছে। সেই তথ্য তারা প্রকাশ করেছে সম্প্রতি। তালিকা বেশ নজরকাড়া।
গুগ্ল বলছে, চলতি বছর ভারতীয়েরা বেশি আগ্রহ দেখিয়েছেন ক্রিকেট নিয়ে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং পরিচিত ব্যক্তিত্বেরা জায়গা পেয়েছেন তার পরে। ২০২৫ সালের সবচেয়ে ট্রেন্ডিং কোন কোন বিষয়গুলো এই তালিকায় রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক।
ট্রেন্ডের অবিসংবাদিত চ্যাম্পিয়ন হল ক্রিকেট। ভারতীয়দের অনুসন্ধানের তালিকায় শীর্ষস্থান পেয়েছে আইপিএল ২০২৫। গুগ্লের ‘ইয়ার ইন সার্চ’ অনুযায়ী, ২০২৫ সালে সবচেয়ে বেশি সার্চ করা শব্দ হল ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’। ক্রিকেটের অন্য টুর্নামেন্টের মধ্যে টি২০ বিশ্বকাপ নিয়েও ভারতীয়দের আগ্রহ ছিল তুঙ্গে। সারা বছরই ক্রিকেট নিয়ে ভারতীয়দের উন্মাদনা নতুন কিছু নয়। এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও শীর্ষ ৫-এর মধ্যে ট্রেন্ড করেছে বলে গুগ্ল জানিয়েছে।
আগামী দিনে নিত্যসঙ্গী হয়ে উঠতে চলেছে কৃত্রিম মেধা। গুগ্লের শীর্ষ সার্চের তালিকার ২ নম্বরে ঠাঁই পেয়েছে জেমিনাই। গুগ্লের নিজস্ব এআই অ্যাপ নিয়ে কৌতূহল মেটাতে বহু মানুষই সার্চ করেছেন এই শব্দটি। এ ছাড়া ভারতে ডিপসিক, পারপ্লেক্সিটি চ্যাট জিপিটি নিয়েও আগ্রহ ছিল যথেষ্ট। জেমিনাই ট্রেন্ড, গিবলি ট্রেন্ড, থ্রিডি মডেল ট্রেন্ডের পাশাপাশি আরও একটি ট্রেন্ড ভারতে আলোড়ন তুলেছিল। সেটি হল জেমিনাই শাড়ি ট্রেন্ড। নেটমাধ্যম জুড়ে শাড়ি পরে ছবি পোস্ট করা হিড়িক পড়ে যায়। জেমিনাই শাড়ি ট্রেন্ডের জ্বরে কাঁপছিল ভারতীয় সমাজমাধ্যমগুলি।
‘সিজ়ফায়ার’ বা যুদ্ধবিরতি শব্দটি গুগ্লে বহু বার সন্ধান করা হয়েছিল। বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই শব্দটির খোঁজও পাল্লা দিয়ে বেড়ে যায়। বিশেষ করে ভারতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর। ভারত-পাকিস্তান সংঘর্ষ কবে শেষ হবে, তা নিয়েও অনুসন্ধিৎসু ভারতীয় জনগণ। এর সঙ্গে ‘মক ড্রিল’ এবং ‘স্ট্যাম্পেড’-এর মতো শব্দও খোঁজা হয়েছে সার্চ ইঞ্জিনে।
বহু ভারতীয় সার্চ করেছেন ‘নিয়ার মি’ শব্দ দু’টি। সমস্ত প্রয়োজনীয় জিনিস খোঁজার সময় কাছেপিঠে কী সুবিধা আছে তা জানার জন্য এই শব্দ দু’টি সাহায্য করে। এমনকি আশপাশে ভূমিকম্পের আশঙ্কা রয়েছে কি না তা জানার জন্যও ‘নিয়ার মি’ শব্দবন্ধটি বহু মানুষ গুগ্লে সার্চ করেছেন।
মোস্ট সার্চড নিউজ়ের তালিকায় রয়েছে ‘অপারেশন সিঁদুর’। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় মে মাসে পাকিস্তানে প্রত্যাঘাত হানে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। সেই অভিযানের পর এই অভিযানের সমস্ত খুঁটিনাটি নিয়ে আন্তর্জাতিক স্তরেও আলোচনা তৈরি হয়। লক্ষ লক্ষ ভারতীয় সামরিক পদক্ষেপগুলি অনুসন্ধান করায় সার্চের সংখ্যা হু হু করে বেড়ে যায় সেই সময়। ভারতীয় নাগরিকেরা অভিযানের ‘লাইভ আপডেট’ এবং সরকারি বিবৃতি খুঁজতে লক্ষ লক্ষ বার এই শব্দটি সার্চ করেছিলেন।
বিনোদন ও সিনেমা সংক্রান্ত ব্যক্তিত্বদের শীর্ষ ট্রেন্ডিংয়ের তালিকায় রয়েছে, অন্যতম চর্চিত ছবি ‘সইয়ারা’র নায়ক-নায়িকা। অহান পাণ্ডে ও অনীত পড্ডা। বাণিজ্যিক সাফল্যের দিক থেকে রুপোলি পর্দায় ইতিহাস গড়েছে এই নতুন জুটি। তেমনই ২০২৫ সালের শীর্ষ ট্রেন্ডিং সিনেমার অনুসন্ধানের তালিকায় স্থান করে নিয়েছে ‘সইয়ারা’। এই বছরের অনুসন্ধানের মধ্যে এই সিনেমাটির টাইটেল ট্র্যাকও শীর্ষ বাছাইয়ে এক নম্বর।
সম্প্রতি নক্ষত্রপতন হয়েছে বলিউডে। প্রয়াত হয়েছেন ভারতীয় সিনেমার ‘হি-ম্যান’, ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুর পর তাঁর সম্পর্কে জানার জন্য বহু সিনেপ্রেমী দর্শক ঢুঁ মেরেছিলেন গুগ্লে। কিংবদন্তি এই অভিনেতা সামগ্রিক ১০টি শীর্ষ সন্ধান ও সংবাদসংক্রান্ত অনুসন্ধানের নিরিখে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছিলেন।
‘কান্তারা ২’, ‘পঞ্চায়েত’ এবং ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর মতো সিনেমা নিয়ে ভারতীয় দর্শকের কৌতূহল ছিল চোখে পড়ার মতো। তবে শেষ পর্যন্ত কোরিয়ান ড্রামা হারিয়ে দিয়েছে ভারতীয় চলচ্চিত্রকে। ‘স্কুইড গেম ২’-এর জনপ্রিয়তা ছাপিয়ে গিয়েছে সমস্ত অনুসন্ধানকে। সেখানে কান্তারাকে দ্বিতীয় স্থান লাভ করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। কান্তারার পাশাপাশি বেশ কয়েকটি দক্ষিণী ভাষার সিনেমা ট্রেন্ডে জায়গা করে নিয়েছে।
মোস্ট সার্চড পার্সোনালিটিজ়ের তালিকায় পুরুষদের মধ্যে সবচেয়ে যে নামটি নিয়ে আগ্রহ দেখা গিয়েছে সেটি হল বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে অভিষেক করে তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে রেকর্ড গড়েন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস এবং আইপিএল চুক্তির পর তিনি সার্চ ট্রেন্ডে ছাড়িয়ে যান বিরাট কোহলিকেও।
২০২৫-এর ট্রেন্ডিং সার্চে ক্রিকেটের জয়জয়কার। মহিলা বিশ্বকাপ জেতার পর দেশের সপ্তম সর্বাধিক সার্চের তালিকায় ঢুকে পড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। মেয়েদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্যা জেমাইমা রদ্রিগেজ় ও স্মৃতি মন্ধানা জায়গা করে নিয়েছেন সার্চে ট্রেন্ডিংয়ের শীর্ষ দশে।
মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের বিলম্বিত মহাকাশ অভিযানের পর তাঁকে নিয়ে ভারতীয়দের মধ্যে কৌতূহল ক্রমশ বেড়েছে। সুনীতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও পৃথিবীতে ফেরত আসার সম্ভাবনা কতটা তা নিয়ে বহু ভারতীয় গুগ্লের দ্বারস্থ হয়েছিলেন। ফলে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী শীর্ষ ট্রেন্ডিং মহিলা ব্যক্তিত্ব হিসাবে স্থান পেয়েছেন।
ভারতে জনপ্রিয় গন্তব্য কোনটি? তা জানতে প্রচুর ভারতীয় সার্চ করেছেন গুগ্লে। সেটি হল মহাকুম্ভ। প্রয়াগের মহাকুম্ভে লক্ষ লক্ষ মানুষের যে সমাবেশ হয়েছিল তার বিবরণ এবং ভ্রমণপথ সম্পর্কে জানার জন্য বহু মানুষ গুগ্লে সন্ধান চালিয়েছেন। তাই সেরা ভ্রমণের অনুসন্ধানের সার্চে মহাকুম্ভ প্রথম স্থান পেয়েছে।
২০২৫ সালের ভারতে বছরের সবচেয়ে ট্রেন্ডিং আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ফাইনাল ডেস্টিনেশন’। হাড়হিম করা সিনেমার প্রত্যাবর্তন অর্থাৎ পঞ্চম কিস্তির জন্য মুখিয়ে ছিলেন সিনেপ্রেমীরা। এক দশকের দীর্ঘ অপেক্ষার পর ফিরেছে ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজ়ি। ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’।
একটা পুতুল, তার দাম নাকি দেড় কোটি টাকা। পুতুল বললে যে চেনা ছবিটা মনের মধ্যে ভেসে ওঠে তার সঙ্গে কোথাও মিল নেই এর। রূপকথার গল্পের খোক্কসমার্কা চেহারা। লাবুবু ডল। ভীষণদর্শন এক পুতুল ঘিরে উন্মাদনা দেখা গিয়েছিল গোটা পৃথিবী জুড়ে। ভারতও বাদ পড়েনি তার থেকে। ভাইরাল এই পুতুলও সার্চের ট্রেন্ডে জায়গা দখল করে নিয়েছে।
গিবলির পর ইন্টারনেটের আরও একটি ট্রেন্ড হইচই ফেলে দিয়েছিল ২০২৫ সালে। গুগ্ল জেমিনাইয়ের ন্যানো ব্যানানা ট্রেন্ড। নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন লক্ষ লক্ষ ভারতীয়। জেমিনাইয়ের ফ্ল্যাশ ইমেজ ব্যবহার করে ছবি থেকে ছোট থ্রিডি ফিগার তৈরি করতে দেয় এআই। তাতেই মজেছিল গোটা পৃথিবী। ছবি তৈরি করতে এটির ব্যবহার পদ্ধতি জানার জন্য শব্দটি বহুল ভাবে সার্চ করা হয়েছিল।
একটি জলভর্তি কাচের গ্লাস, এক চামচ গুঁড়ো হলুদ। ফোনের ফ্ল্যাশলাইটের উপর জলভর্তি গ্লাসটি রেখে হলুদের গুঁড়ো মিশিয়ে সেটির ভিডিয়ো করা। ভারতের এমন কোনও পরিবার বোধহয় বাদ যায়নি যারা এই ট্রেন্ডে গা ভাসায়নি। পোশাকি ভাষায় হলদি ট্রেন্ড বা ‘টারমারিক গ্লো’। গুগ্লের সার্চের তালিকায় ঢুকে পড়েছে এই ভাইরাল ট্রেন্ডটিও।
এই তালিকার সর্বশেষে সংযোজনটি হল ৬৭ মিম। জেন জ়ির সার্চ করা সবচেয়ে পছন্দের একটি মিম। হঠাৎ করেই এই সংখ্যা ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়ে কোনও কারণ ছাড়াই। এই মিমটির সার্বিক অর্থ নেই। ইন্টারনেট প্রায়শই এমন বিষয়বস্তু ব্যবহার করে যা মজাদার অথচ ব্যঙ্গাত্মক। এই ৬৭ মিমটি ঠিক সেই ট্রেন্ডের সঙ্গেই খাপ খায়।