বিদেশে মাল্যের সব সম্পত্তির তথ্য চায় ইডি

ব্যাঙ্কঋণ না-চুকিয়ে বিদেশে বসে থাকা বিজয় মাল্যকে জালে বাঁধতে এ বার দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্সের মতো কয়েকটি দেশের আদালতের কাছে আইনি সহায়তা চাইবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। লক্ষ্য, ইউনাইটেড ব্রুয়ারিজ চেয়ারম্যানের বিদেশের মাটিতে থাকা সম্পত্তি সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০৩:৩০
Share:

ব্যাঙ্কঋণ না-চুকিয়ে বিদেশে বসে থাকা বিজয় মাল্যকে জালে বাঁধতে এ বার দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্সের মতো কয়েকটি দেশের আদালতের কাছে আইনি সহায়তা চাইবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। লক্ষ্য, ইউনাইটেড ব্রুয়ারিজ চেয়ারম্যানের বিদেশের মাটিতে থাকা সম্পত্তি সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ।

Advertisement

বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া মোট ৯০০০ কোটি টাকার ঋণ শোধ না-করেই দেশ ছেড়েছেন মাল্য। দেশের আদালতে হাজির হওয়ার জন্য বার বার আরও সময় চাইছেন। সেই সঙ্গে বিদেশে বসেই রফা করছেন তুলনায় কম টাকা শোধ করে মামলা চুকিয়ে নেওয়ার। এই পরিস্থিতিতেই এ বার তাঁর বিরুদ্ধে বেআইনি ভাবে টাকা সরানোর এক মামলায় ইডি লেটার অব রোগাটরিজ জারি করার চেষ্টা চালাচ্ছে। এটি একটি দেশের আদালতের তরফে বিদেশের কোনও আদালতের কাছে বিশেষ কোনও আইনি সহায়তার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর প্রক্রিয়া। সাধারণত তদন্তের ক্ষেত্রে তথ্য-প্রমাণ জোগাড়ের জন্য এ রকম চিঠি পাঠানো হয়ে থাকে। এ জন্য দ্রুত আদালতের দ্বারস্থ হতে চাইছে ইডি। তাদের সূত্রের খবর, ইতিমধ্যেই কিছু দেশে মাল্যর স্থাবর-অস্থাবর সম্পত্তির ব্যাপারে বিশদ তথ্য মিলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement