Elon Musk Pay Plan

ধনকুবের মার্কিন শিল্পপতির পকেটে আরও অর্থ, বিশ্বের প্রথম লক্ষ কোটি ডলার বেতন পাবেন মাস্ক!

ধনকুবের মার্কিন শিল্পপতি ইলন মাস্কের বিপুল বেতনের ব্যাপারে অনুমোদন দিলেন বৈদ্যুতিন গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলার শেয়ার হোল্ডারেরা। ফলে বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে ‘ট্রিলিয়নেয়ার’ ক্লাবের সদস্য হতে পারেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৭:৩৯
Share:

— প্রতীকী ছবি।

ধনকুবের মার্কিন শিল্পপতি ইলন মাস্কের জন্য সুখবর। ইতিমধ্যেই তাঁর বিপুল বেতনের বিষয়ে অনুমোদন দিয়েছে বৈদ্যুতিন গাড়ি সংস্থা টেসলা। ফলে অচিরেই বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নেয়ার’ (লক্ষ কোটি সম্পত্তির মালিক) হয়ে উঠতে পারবেন তিনি। বর্তমানে টেসলার ‘চিফ এক্‌জ়িকিউটিভ অফিসার’ বা সিইও পদে রয়েছেন মাস্ক। সংবাদসংস্থা সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তাঁর বিপুল বেতনের ব্যাপারে সবুজ সঙ্কেত দেন সংস্থার শেয়ার হোল্ডারেরা।

Advertisement

গত বৃহস্পতিবার, ৬ নভেম্বর স্টকে লগ্নিকারীদের নিয়ে বার্ষিক সভার আয়োজন করে টেসলা। সেখানে মাস্কের স্টক-ভিত্তিক ক্ষতিপূরণ পরিকল্পনার পক্ষে ভোট দেন ৭৫ শতাংশ শেয়ার হোল্ডার। বাকি ১৫ শতাংশ শেয়ারের মালিকানা অবশ্য রয়েছে টেসলার সিইও-র হাতেই। এই ভোটাভুটির পর তাঁর বিপুল বেতনে সংস্থার পরিচালন গোষ্ঠীর যে সিলমোহর পড়তে চলেছে, তা একরকম স্পষ্ট হয়ে যায়।

সিএনএন জানিয়েছে, ভোটাভুটি শেষ হতেই মাস্কের নামে জয়ধ্বনি দেন টেসলার শেয়ার হোল্ডারেরা। আর তাই সভাশেষের ভাষণে তাঁদেরও কৃতজ্ঞতায় ভরিয়ে দেন মার্কিন ধনকুবের। বেশির ভাগ সংস্থার সিইও-র মতো বৈদ্যুতিন গাড়ি সংস্থাটির থেকে আলাদা করে কোনও বেতন নেন না মাস্ক। শেয়ার থেকেই যাবতীয় রোজগার হয় তাঁর। সেখানে যে এ বার তিনি লম্বা লাফ দিতে চলেছেন, তা বলাই বাহুল্য।

Advertisement

সূত্রের খবর, স্টকে লগ্নিকারীদের সঙ্গে এই বৈঠকের পর আগামী ১০ বছরের জন্য ৪২ কোটি ৩৭ লক্ষ শেয়ার মাস্কের হাতে তুলে দিতে পারে টেসলা। এই সময়সীমার মধ্যে বৈদ্যুতিন গাড়ি নির্মাণকারী সংস্থাটির বাজারমূল্য ৮.৫ লক্ষ কোটি ডলারে পৌঁছোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে সিইও-র কাছে যাওয়া স্টকের মোট মূল্য দাঁড়াবে এক লক্ষ কোটি ডলার।

তবে সংশ্লিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছোতে হলে ৪৬৬ শতাংশ বাড়তে হবে টেসলার শেয়ারের দাম। বর্তমানে বাজারমূল্যের নিরিখে বিশ্বের বৃহত্তম সংস্থার তকমা রয়েছে যুক্তরাষ্ট্রের এনভিডিয়ার দখলে। মার্কিন টেক জায়ান্টটির সম্পত্তির পরিমাণ পাঁচ লক্ষ কোটি ডলার। আগামী ১০ বছরে তাদের বৈদ্যুতিন গাড়ি নির্মাণকারী সংস্থাটি টপকে যাবে বলে দাবি করছেন বিশ্লেষকদের একাংশ।

সূত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকের আগে একটি বিষয়ে শেয়ার হোল্ডারদের সতর্ক করে টেসলার পরিচালন গোষ্ঠী। বেতন পরিকল্পনায় কাটছাঁট করলে মাস্ক সংস্থা ছাড়তে পারেন বলে তাঁদের জানিয়ে দেয় এই বৈদ্যুতিন গাড়ি নির্মাণকারী সংস্থা। সে ক্ষেত্রে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হত। স্টক হোল্ডারেরা তাই কোনও ঝুঁকি নিতে চাননি বলেই মনে করা হচ্ছে।

চলতি আর্থিক বছরে (পড়ুন ২০২৫-’২৬) এখনও পর্যন্ত টেসলা যে দুর্দান্ত ব্যবসা করেছে, এমনটা নয়। কারণ সাম্প্রতিক সময়ে নানা কারণে কমেছে ইলেকট্রিক ভেহিকেল বা ইভির চাহিদা। এর প্রভাব টেসলার ব্যবসায় পড়েছে। সেখান থেকে সংস্থাকে কী ভাবে মাস্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যান, সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement