Open AI

মাস্কের দরপত্র খারিজ করল ওপেন এআই

২০১৫ সালে মাস্কের সঙ্গে মিলেই ওপেন এআই তৈরি করেছিলেন অল্টম্যান। কিন্তু কে সংস্থাটির নেতৃত্ব দেবেন, তা নিয়ে মতবিরোধের জেরে ২০১৮ সালে পর্ষদ থেকে সরে যান ইলন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৭
Share:

ইলন মাস্ক। —ফাইল চিত্র।

ইলন মাস্কের দেওয়া ওপেন এআই কেনার প্রস্তাব খারিজ করে দিল সংস্থার পর্ষদ। তাদের হাতে রয়েছে চ্যাট-জিপিটির মতো কৃত্রিম মেধা (এআই) নির্ভর প্রযুক্তি। সংস্থাটি কিনতে মাস্ক এবং তাঁর নিজস্ব কৃত্রিম মেধা স্টার্ট আপ এক্সএআই-সহ একাধিক গোষ্ঠীর জোট প্রায় ৯৭০০ কোটি ডলারের দরপত্র দিয়েছিল। উত্তরে পর্ষদ জানিয়েছে, ‘‘ওপেন এআই বিক্রির জন্য নয়। প্রতিযোগীদের সঙ্কটে ফেলার মাস্কের এই প্রয়াস সম্মিলিত ভাবে খারিজ করছে সংস্থা।’’ প্রসঙ্গত, দরপত্রের কথা সামনে আসার পরে পত্রপাঠ তা খারিজ করে দিয়েছিলেন ওপেন এআই-এর অন্যতম প্রতিষ্ঠাতা-কর্ণধার স্যাম অল্টম্যানও। উল্টে কটাক্ষ করে এক্সে তাঁর বার্তা, ‘‘ধন্যবাদ, কিন্তু দরকার নেই। বরং মাস্ক রাজি থাকলে আমরা ৯৭৪ কোটি ডলারে টুইটার কিনতে আগ্রহী।’’

২০১৫ সালে মাস্কের সঙ্গে মিলেই ওপেন এআই তৈরি করেছিলেন অল্টম্যান। কিন্তু কে সংস্থাটির নেতৃত্ব দেবেন, তা নিয়ে মতবিরোধের জেরে ২০১৮ সালে পর্ষদ থেকে সরে যান ইলন। এর পরে ২০২২ সালে প্রথম চ্যাট-জিপিটি বাজারে এনে শোরগোল ফেলে দেয় ওপেন এআই।

প্রথমে অলাভজনক সংস্থা হিসেবে তৈরি করা হলেও, গত বছর ওপেন এআই-কে লাভজনক সংস্থায় পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন অল্টম্যান। এ নিয়ে আদালতে গিয়েছেন মাস্ক।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন