—প্রতিনিধিত্বমূলক ছবি।
হাওড়ার জয়পুরে বাসের ধাক্কায় ৭০ বছরেরে এক বৃদ্ধের মৃত্যু। দুর্ঘটনাটি ঘটে ঝিকিরা বাজারের নিকট জয়পুর পেট্রল পাম্পের কাছে। মৃতের নাম কার্তিক দোলুই। ঘাতক বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় জয়পুর থানার পুলিশ।
সূত্রের খবর, রবিবার দুপুরে ঝিকিরা বাজারের কাছে হাওড়া-ঝিকিরা রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এক বৃদ্ধকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। মৃতের বাড়ি অমরাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁকরোল গ্রামে। এই খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজিত গ্রামবাসীরা ভাঙচুর চালান ঘাতক বাসে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাওড়া থেকে ঝিকিরা রুটের বাসগুলি বেপরোয়া গতিতে চলাচল করে। এর আগেও বহু দুর্ঘটনা ঘটেছে।স্থানীয়দের দাবি অবিলম্বে বাসের গতি নিয়ন্ত্রণ করতে হবে। দুর্ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।