শহর থেকে হিসেব সরায় ক্ষুব্ধ কর্মীরা

এত দিন কলকাতায় ব্যালেন্সশিট চূড়ান্ত করে আর্থিক ফল ঘোষণা করতেন ব্যাঙ্কের চেয়ারম্যান। এ বছর সেই অনুষ্ঠানও হয়নি। কেন এই কাজ সরল, তা নিয়ে কর্তৃপক্ষ বিশদে কিছু বলেননি। শুধু জানান, কাজের সুবিধার জন্যই এই ব্যবস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ০২:৫০
Share:

কলকাতা থেকে হিসেব তৈরির কাজ মুম্বইয়ে সরাল স্টেট ব্যাঙ্ক। জানাল, সরানো হচ্ছে পেনশনের হিসেব কষার কর্মকাণ্ডও। ১৯৫৫ সাল থেকে ব্যালান্সশিট তৈরির এই কাজগুলি চলত এই শহরে তাদের সেন্ট্রাল অ্যাকাউন্ট অফিস বা সিএও-তে। ব্যাঙ্কের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউনিয়নগুলি। সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামার হুমকি দিয়েছে তারা।

Advertisement

স্টেট ব্যাঙ্ক স্টাফ অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান বলেন, ‘‘প্রতিবাদ জানাতে আন্দোলন শুরু করেছি। প্রয়োজনে রিলে অনশন ধর্মঘট হবে।’’ অবসরপ্রাপ্ত কর্মীদের ‘সেভ এসবিআই সিএও কলকাতা ফোরাম’ও আন্দোলনে সামিল হয়েছে, জানান সংগঠনটির অন্যতম আহ্বাক অশোক মুখোপাধ্যায়।

এত দিন কলকাতায় ব্যালেন্সশিট চূড়ান্ত করে আর্থিক ফল ঘোষণা করতেন ব্যাঙ্কের চেয়ারম্যান। এ বছর সেই অনুষ্ঠানও হয়নি। কেন এই কাজ সরল, তা নিয়ে কর্তৃপক্ষ বিশদে কিছু বলেননি। শুধু জানান, কাজের সুবিধার জন্যই এই ব্যবস্থা।

Advertisement

এ দিকে সংবাদ সংস্থার খবর, শুক্রবার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল লোকসভায় জানিয়েছেন, স্টেট ব্যাঙ্কের সঙ্গে তার পাঁচ সহযোগী ব্যাঙ্ক ও ভারতীয় মহিলা ব্যাঙ্ক মেশার পরে কোনও কর্মী ছাঁটাই হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন