গুগ্‌লকে জরিমানা ইউরোপীয় ইউনিয়নের

ইইউ-তে প্রতিযোগিতার নিয়ম রক্ষা সংক্রান্ত (অ্যান্টি ট্রাস্ট) নিয়ন্ত্রক সংস্থা গুগ্‌লের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে।

Advertisement

সংবাদসংস্থা

ব্রাসেলস শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০৩:০৪
Share:

ছবি রয়টার্স।

গুগ্‌লকে জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার জানা গিয়েছে, একচেটিয়া বাজারের সুযোগ নিয়ে প্রতিযোগিতার নিয়ম ভাঙার অভিযোগেই এই জরিমানা। যার অঙ্ক ১৭০ কোটি ডলার। টাকার অঙ্কে ১১,৯৩৪ কোটি। ইইউ-র কম্পিটিশন কমিশনার মারগ্রেথ ভেস্টাগের জানিয়েছেন, অনৈতিক ভাবে নিজেেদর ক্ষমতার অপব্যবহার করেছে এই সার্চ ইঞ্জিন। তাই এই শাস্তিমূলক ব্যবস্থা।

Advertisement

ইইউ-তে প্রতিযোগিতার নিয়ম রক্ষা সংক্রান্ত (অ্যান্টি ট্রাস্ট) নিয়ন্ত্রক সংস্থা গুগ্‌লের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। তাদের অভিযোগ, মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড সফটওয়্যারের সার্চ ইঞ্জিনে তথ্য খোঁজার ক্ষেত্রে প্রতিযোগী সংস্থাগুলির সমান সুযোগ দেয়নি গুগ্‌লি। নেট ব্যবহারকারী অনলাইনে কেনাকাটার বাজার খুঁজতে গেলে, আমেরিকার সিলিকন ভ্যালির এই সংস্থাটি নিজেদের পরিষেবাকেই প্রাধান্য দিয়েছে। যা অনলাইন পরিষেবার নীতি বিরুদ্ধ। ফলে বন্ধ হয়েছে প্রতিযোগীদের এগোবার পথ।

গুগ্‌ল জানিয়েছে, তারা নিয়ন্ত্রক সংস্থার সুপারিশ অনুযায়ী ইতিমধ্যেই কিছু পরিবর্তন এনেছে সংশ্লিষ্ট ব্যবস্থায়। তাদের বক্তব্য, ক্রমবর্ধমান বাজারে স্বচ্ছতার সঙ্গে প্রত্যেকের স্বার্থ রক্ষার পক্ষেই তারা। ইউরোপের বাজারে প্রতিযোগীদের আরও বেশি প্রচারের আলোয় আনতে আগামী কয়েক মাসের মধ্যে বেশ কিছু পদক্ষেপ করা হবে বলে তিনি জানান।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন