বন্ধুর পাল্টা শুল্কে গাঢ় বাণিজ্য যুদ্ধ

কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যালুমিনিয়াম ও ইস্পাতের উপর থেকে ওয়াশিংটন শুল্ক ছাড় তুলতেই বিশ্ব জুড়ে ফের দানা বাঁধছে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা। ট্রাম্প প্রশাসনকে পাল্টা আঘাত করতে সঙ্গে সঙ্গে একগুচ্ছ মার্কিন পণ্যে ১ জুলাই থেকে আমদানি শুল্ক বসানোর কথা জানিয়েছে কানাডা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ০৩:২৭
Share:

অনিশ্চয়তা: ‌ফ্রান্সের অ্যালুমিনিয়াম কারখানা। ছবি: এএফপি।

কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যালুমিনিয়াম ও ইস্পাতের উপর থেকে ওয়াশিংটন শুল্ক ছাড় তুলতেই বিশ্ব জুড়ে ফের দানা বাঁধছে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা। ট্রাম্প প্রশাসনকে পাল্টা আঘাত করতে সঙ্গে সঙ্গে একগুচ্ছ মার্কিন পণ্যে ১ জুলাই থেকে আমদানি শুল্ক বসানোর কথা জানিয়েছে কানাডা। একই পথে হাঁটার হুমকি দিয়েছে মেক্সিকো। এর আগে হার্লে ডেভিডসন বাইক ও বুঁর্বো হুইস্কির মতো পণ্যে কর চাপানোর বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)। তাদের অন্তর্ভুক্ত ২৮টি সদস্য দেশের সায় মিললে তা কার্যকর হতে পারে ২০ জুন থেকে।

Advertisement

ইস্পাত, অ্যালুমিনিয়ামে বসানো আমদানি শুল্ক থেকে যে সব দেশকে ছাড় দিয়েছিল ওয়াশিংটন, তাদের মধ্যে ছিল কানাডা, মেক্সিকো, ইইউ। যারা আমেরিকার অন্যতম বড় বাণিজ্য সহযোগী। এখন সেই ছাড় তুলে শুল্ক বসানোয় স্বাভাবিক ভাবেই প্রত্যাঘাত এসেছে ‘বন্ধু’ দেশগুলির তরফ থেকে।

তবে সংশ্লিষ্ট মহল বলছে, আমেরিকার এ সিদ্ধান্ত কিছুটা অপ্রত্যাশিত। কারণ যে চিন তাদের মূল লক্ষ্য ছিল, সদ্য তাদের সঙ্গেই কিছুটা সমঝোতা হয়েছে। যে কারণে বিশ্ব জুড়ে কিছুটা থিতিয়েছে বাণিজ্য যুদ্ধের ভয়। কিন্তু তার পরে আচমকা এমন পদক্ষেপে উত্তাপ বাড়ছে ফের। ধাক্কা খেয়েছে বিশ্বের অনেক শেয়ার বাজারই। খোদ আমেরিকায় পড়েছে সূচক ডাও জোন্স। শুল্ক-সিদ্ধান্তের সমালোচনায় সরব মার্কিন মুলুকও।

Advertisement

প্রত্যাঘাত

কানাডা

• ১ জুলাই থেকে মার্কিন পণ্যে ১,২৮০ কোটি ডলার পর্যন্ত শুল্ক চাপানোর ঘোষণা।

• তালিকায় ইস্পাত, অ্যালুমিনিয়ামের সঙ্গে কফি, চিনি, ইয়োগার্ট, টয়লেট পেপার, ওয়াশিং মেশিনও।

• নাফটা চুক্তি ও ডব্লিউটি নীতি অনুযায়ী মার্কিন শুল্ক বেআইনি, চ্যালেঞ্জ এই অভিযোগেও।

মেক্সিকো

• আমেরিকার একগুচ্ছ কৃষি ও শিল্প পণ্যে আমদানি শুল্কের ঘোষণা। যত দিন না ট্রাম্প প্রশাসন তাদের ইস্পাত, অ্যালুমিনিয়ামে ফের শুল্ক ছাড় দেয়।

• তালিকায় ইস্পাত ছা়ড়াও শুয়োরের মাংস, আপেল, আঙুর, চিজ ইত্যাদি।

ইউরোপীয় ইউনিয়ন

• হার্লে ডেভিডসন বাইক, বুঁর্বো হুইস্কি-সহ নানা মার্কিন পণ্যে শুল্কের হুমকি ছিল আগেই।

• ওয়াশিংটন ছাড় তুললে সেগুলিতে ৩৪০ কোটি ডলারের কর বসানোর পরিকল্পনার কথা বলেছিল ইউরোপীয় কমিশন।

• ২৮টি সদস্য দেশের সায় পেলে তা কার্যকর হবে ২০ জুন।


• চূড়ান্ত পদক্ষেপ করা হবে কানাডা, মেক্সিকোর সিদ্ধান্তে চোখ রেখে।

আশঙ্কা

• নতুন করে বাণিজ্য যুদ্ধের আঁচে কাঁপুনি বিশ্বের অনেক শেয়ার বাজারে।

• ভারতেও সেনসেক্স পড়ল।

• ২৫০ পয়েন্ট পতন মার্কিন সূচক ডাও জোন্সের।

• চিনের সাংহাই কম্পোজিট ইনডেক্স নামল ০.৭%।

আপত্তি ঘরেই

• রিপাবলিকানদের একাংশ ও শিল্পমহলের মতে, ইইউ, কানাডা, মেক্সিকোর ইস্পাত, অ্যালুমিনিয়ামে ওয়াশিংটনের শুল্ক ছাড় ফেরানোর সিদ্ধান্ত খারাপ। এতে ধাক্কা খাবেন মার্কিন ক্রেতা, উৎপাদনকারী ও কর্মীরা।

• ক্ষতি অর্থনীতির।

• চাকরি যাবে অন্তত ২৬ লক্ষ জনের।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো বলেন, ‘‘কোথাও গিয়ে সাধারণ বুদ্ধি কাজ করা উচিত। কিন্তু মার্কিন প্রশাসনের কাজে তার লক্ষণ দেখছি না।’’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টে কানাডাকে দুষেছেন বাণিজ্যে চূড়ান্ত রক্ষণশীল হওয়ার অভিযোগ তুলে। তাঁর অভিযোগ, কানাডা মার্কিন চাষিদের সঙ্গে খারাপ ব্যবহার করে। ‘যুদ্ধ এড়াতে’ সব দেশকে শুল্ক কমানোরও পরামর্শ দিয়েছেন তিনি।

ফুঁসছে মেক্সিকো এবং ইইউ দেশগুলিও। ফ্রান্স জানিয়েছে, কোনও চাপের মুখে আমেরিকার সঙ্গে কথা বলার প্রশ্ন নেই। তাদের সিদ্ধান্ত অযৌক্তিক। তবে উল্টো পথে হেঁটে শুক্রবার চিনের সিদ্ধান্ত, ১ জুলাই থেকে ১,৫০০টি ভোগ্যপণ্যে আমদানি শুল্ক ছাঁটবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement