jio

কল ড্রপের পরীক্ষায় ব্যর্থ সবাই, সফল শুধু জিয়ো, জানাল ট্রাই

রিপোর্টে জিয়োর সম্পর্কে কোনও নেতিবাচক কথারও উল্লেখ নেই

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ১৩:০০
Share:

গ্রাফিক: তিয়াসা দাস

ফের এগোল জিয়ো। এ বার ট্রাইয়ের একটি সমীক্ষায় অন্য টেলিকম সংস্থাকে পিছনে ফেলে দিল মুকেশ অম্বানীর সংস্থা।

Advertisement

বিভিন্ন সড়ক ও রেলপথে ফোনে কথা বলার মাঝে কল কাটা (কল ড্রপ) নিয়ে পরীক্ষা করেছিল দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। সেই রিপোর্টেই এগিয়ে রইল জিয়ো।

রিপোর্ট অনুযায়ী, রিলায়্যান্সের জিয়োকে বাদ দিলে সবকটি টেলি সংস্থা (ভারতী এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন-আইডিয়া) স্বীকৃত মাপকাঠি ছুঁতে পারল না।

Advertisement

আরও পড়ুন: বিয়ের পর অম্বানী কন্যা উঠবেন কোটি কোটি টাকার এই বাংলোতেই​

রিপোর্টে জিয়োর সম্পর্কে কোনও নেতিবাচক কথারও উল্লেখ নেই। আসানসোল থেকে গয়া, গয়া থেকে দানাপুর, বেঙ্গালুরু থেকে মুর্দেশ্বর, রায়পুর থেকে জগদলপুর, দেরাদুন থেকে নৈনিতাল, মাউন্ট আবু থেকে জয়পুর, শ্রীনগর থেকে লে-এই প্রতিটি জাতীয় সড়কে সংস্থাগুলির কল ড্রপ নিয়ে পরীক্ষা চালিয়েছিল ট্রাই।

এ ছাড়াও রেলপথে ইলাহাবাদ থেকে গোরক্ষপুর, দিল্লি থেকে মুম্বই, জব্বলপুর থেকে সিংরাউলিতেও এই সমীক্ষা চালানো হয়েছে।

আরও পড়ুন: এই মোবাইল গেম খেলে জিতলেই মিলছে রাশি রাশি সোনা

নিত্যনতুন প্রযুক্তি। নিত্যনতুন মোবাইল সেটের বাহার। কিন্তু সেট যতই বাহারি বা মূল্যবান হোক, কল করতে গিয়ে পদে পদে হোঁচট! কথাবার্তার মাঝপথে কল ড্রপ যেন নিয়মে দাঁড়িয়েছে। উপরন্তু অনেক ক্ষেত্রে ‘কাটা’ কলের মাসুলও গ্রাহককে গুনতে হচ্ছে। ফোন-কল একমুখী হয়ে থাকার ঘটনাও আকছার। এর ফলেই মোবাইলে নিরবিচ্ছিন্ন পরিষেবা সুনিশ্চিত করতে ট্রাই এই সমীক্ষা চালায়।

মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি - অর্থনীতির সব খবর বাংলায় পেয়ে যান আমাদের ব্যবসা বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন