Tax

নতুন কর না-বসাতে পরামর্শ সরকারকে

স্টেট ব্যাঙ্কের গবেষণাপত্রের সুপারিশের সঙ্গে একমত প্রত্যক্ষ কর প্রফেশনালস অ্যাসোসিয়েশন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ০৪:১৪
Share:

প্রতীকী ছবি।

অতিমারি মানুষের রুজি-রোজগার এবং ব্যবসা-বাণিজ্যকে চূড়ান্ত অনিশ্চিত করে তুলেছে। এই অবস্থায় বাজেটে নতুন কোনও কর চাপানো উচিত নয় বলে সরকারকে সাবধান করলেন স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখার অর্থনীতিবিদেরা। সংশ্লিষ্ট মহলের দাবি, করোনার কামড়ে কেন্দ্রের প্রত্যক্ষ কর খাতে আয় (ব্যক্তিগত ও কর্পোরেট) যখন বেশ কিছুটা কমেছে, তখন এই বার্তা তাৎপর্যপূর্ণ। ওই অর্থনীতিবিদদের পরামর্শ, আয় বাড়াতে বরং কর সংক্রান্ত মামলাগুলির দ্রুত ফয়সালা করুক কেন্দ্র। কারণ সেগুলিতে আটকে বিপুল টাকা। তা হলেই রাজকোষের অনেকটা ভরা যাবে।

Advertisement

স্টেট ব্যাঙ্কের গবেষণাপত্রের সুপারিশের সঙ্গে একমত প্রত্যক্ষ কর প্রফেশনালস অ্যাসোসিয়েশন। কিন্তু কর-বিবাদ মেটানো নিয়ে সরকারের উদ্যোগ সম্পর্কে সংশয়ী তারা। সংগঠনটির রিপ্রেজেন্টেশন কমিটির চেয়ারম্যান নারায়ণ জৈন বলেন, ‘‘কেন্দ্রের কর সংক্রান্ত বিবাদ মেটাতে আনা ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পের সাফল্য নিয়ে সংশয় আছে। কারণ, যে সব বিরোধে করদাতা আয়কর কমিশনার বা ট্রাইবুনালের কাছে আপিল করেছেন, সেই মামলাগুলিই প্রকল্পটির আওতায় আসবে। অথচ সেই সব করদাতার কাছে বহু টাকার কর আটকে, যাঁরা তা মেটানো নিয়ে আয়কর দফতরের সঙ্গে বিরোধ সত্ত্বেও আপিলের পথে যাননি।’’ জৈনের মতো কর বিশেষজ্ঞদের দাবি, সেই সব বকেয়া কর চটজলদি আদায়ের নতুন প্রকল্প চালু করা জরুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন