IPL 2024

দীনেশ কার্তিকের কান্না, বিষণ্ণ বিরাট কোহলি

রভম্যান পাওয়েলের শট বাউন্ডারির বাইরে চলে যেতেই আবেগপ্রবণ হয়ে পড়েন ৩৮ বছরের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান। বিরাট কোহলির নেতৃত্বে পুরো দল ‘গার্ড অব অনার’ দেয় তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মে ২০২৪ ০৭:৩৩
Share:

বিরাট কোহলির সঙ্গে দীনেশ কার্তিক। ছবি: পিটিআই।

আরও একবার যন্ত্রণা নিয়ে আইপিএল অভিযান শেষ হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তার পাশাপাশি হয়তো আরসিবি-র জার্সিতে শেষ ম্যাচও খেলে ফেললেন দীনেশ কার্তিক।

Advertisement

রভম্যান পাওয়েলের শট বাউন্ডারির বাইরে চলে যেতেই আবেগপ্রবণ হয়ে পড়েন ৩৮ বছরের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান। বিরাট কোহলির নেতৃত্বে পুরো দল ‘গার্ড অব অনার’ দেয় তাঁকে। গ্যালারিতে উপস্থিত দর্শকদের দিকে হাত নাড়িয়ে ড্রেসিংরুমে চলে যান কার্তিক। তার আগে ম্যাচের পরেই কোহলির কাঁধে মাথা রেখে কেঁদে ফেলেন কার্তিক। তাঁকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেন বিষণ্ণ কোহলিও। সরকারি ভাবে কার্তিক এখনও অবসরের কথা ঘোষণা না করলেও ভবিষ্যৎ স্পষ্ট হয়ে গিয়েছে।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বুধবার ‘এলিমিনেটর’-এ নামার আগে কোহলি বলেন, ‘‘আমি সব কিছু খুব সহজ ভাবে করতে পছন্দ করি। কখনও বোলারদের পরিংখ্যানের দিকে তাকাইনি। ভাবিনি তাদের বল ছাড়ার সময়কার কব্জির অবস্থান কী হবে, তা নিয়েও।’’ কেন, তার ব্যাখ্যা দিয়ে কোহলি বলেছেন, ‘‘তার কারণ, কোনও বিশেষ দিনে সেই বোলার অন্য রকম কিছুও করতে পারে।’’

Advertisement

বোলারদের দিকে না তাকিয়ে কোহলির যাবতীয় মনঃসংযোগ থাকে ব্যাটিংয়ে। তাঁর কথায়, ‘‘পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। নিজের দু’টি চোখের উপরে ভরসা রাখতে হবে। ভরসা রাখতে হবে সহজাত প্রবৃত্তিগুলির উপরেও। তাই বল অনুযায়ী জবাব দেওয়ার চেষ্টা করি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন