News Of The Day

ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক। বাড়বে শীত। ইরান-সঙ্কট। মেয়েদের আইপিএল। আর কী কী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মসূচি, স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন, গণবিক্ষোভে উত্তাল ইরান, রাজ্যের তাপমাত্রা, এসআইআর দ্বিতীয় পর্যায়ের শুনানি, ইসরোর কৃত্রিম উপগ্রহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৮:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

তৃণমূলের সমাজমাধ্যম বিভাগের কর্মীদের নিয়ে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটি সভাগৃহে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে মিলিত হবেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে সমাজমাধ্যমে দল কীভাবে প্রচার করবে, পাশাপাশি, দলের বিরুদ্ধে প্রচারে বিরোধীদের জবাব দেওয়ার কৌশল প্রসঙ্গে মত বিনিময় করবেন ডায়মন্ড হারবারের সাংসদ।

সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিবস। তা উপলক্ষে রাজ্য সরকার এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে দিনটি পালিত হবে রাজ্য জুড়ে। ওই দিন স্বামীজির বাসভবনে যাবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেই তালিকায় নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

প্রবল গণবিক্ষোভে উত্তাল ইরান। এই পরিস্থিতিতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সুর নরম করার ইঙ্গিত দিয়েছে সে দেশের সর্বোচ্চ প্রশাসন। শনিবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের অ্যাটর্নি জেনারেল। রবিবার অবশ্য ১৮০ ডিগ্রি ঘুরে সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, বিক্ষোভকারীদের সঙ্গে প্রশাসন আলোচনায় বসবে। আলোচনায় রফাসূত্র মিলবে কি না, তা অবশ্য স্পষ্ট নয়। ইরানের সামগ্রিক পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।

আলিপুর হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আগামী দু’দিন রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরের চার থেকে পাঁচ দিন সেই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না। অর্থাৎ সেখানে কনকনে শীত থাকবে।

বাংলায় বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্যায়ে ভোটারদের শুনানি চলছে। গত ২৭ ডিসেম্বর থেকে জেলায় জেলায় ওই শুনানি শুরু হয়েছে। ‘নো ম্যাপিং’ এবং তথ্যগত অসঙ্গতি (লজিক্যাল ডিসক্রিপেন্সি) ভোটারদের শুনানি চলছে। প্রথম দিকে শুনানি নিয়ে ‘অব্যবস্থা’র অভিযোগ ওঠে। ৮৫ বছরের বেশি এবং অসুস্থ, প্রতিবন্ধী ভোটারদের শুনানিকেন্দ্রে যাওয়া থেকে অব্যাহতি দেয় কমিশন। এই অবস্থায় আজ রাজ্যের শুনানি পরিস্থিতির দিকে নজর থাকবে।

নজরদারির জন্য আরও এক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাচ্ছে ভারত। আজ সকাল ১০টা ১৭ মিনিটে শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে কৃত্রিম উপগ্রহ ‘অন্বেষা’। পোশাকি নাম ইওএস-এন১। ডিআরডিও-র সহায়তায় তৈরি এই কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পৌঁছে দেবে ইসরোর পিএসএলভি-সি৬২ রকেট। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

মেয়েদের আইপিএলে আজ আবার নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্মৃতি মন্ধানার দলকে আজ খেলতে হবে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে। আরসিবি প্রথম ম্যাচে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। অন্য দিকে, ইউপি তাদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে গুজরাত জায়ান্টসের কাছে। আজ দুই দলের লড়াই শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ বিজয় হজারে ট্রফির দু’টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কর্নাটক ও মুম্বই। শার্দূল ঠাকুর-সরফরাজ় খানের মুম্বই এবং ময়াঙ্ক আগারওয়াল-দেবদত্ত পড়িক্কলের কর্নাটকের লড়াই সকাল ৯টা থেকে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালও একই সময়ে। খেলবে উত্তরপ্রদেশ ও সৌরাষ্ট্র। এই ম্যাচে খেলার কথা রিঙ্কু সিংহের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement