Export Industry

ডাকঘর মারফত পাঠানো পণ্যেও মিলবে রফতানির সুবিধা, জানিয়ে দিল সিবিআইসি

সিবিআইসি-র ঘোষণার পরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষুদ্র-ছোট-মাঝারি সংস্থাগুলি এতে বিশেষ ভাবে উপকৃত হবে। কারণ, তাদের তৈরি পণ্যই ডাকঘর দিয়ে বিদেশে পাঠানো হয় বেশি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৯:৪৫
Share:

—প্রতীকী চিত্র।

সাধারণ রফতানির ক্ষেত্রে পাওয়া কর বা শুল্ক ছাড়-সহ সরকারি প্রকল্পের সুবিধা এ বার থেকে ডাকঘর মারফত রফতানিতেও পাওয়া যাবে বলে শুক্রবার জানিয়েছে কেন্দ্রীয় পরোক্ষ কর পর্ষদ (সিবিআইসি)। সংশ্লিষ্ট মহলের দাবি, নির্দিষ্ট কিছু ডাকঘর থেকে এই রফতানি হয়। এই পথে বিদেশের বাজারে যায় মূলত হাতের কাজের পণ্য, বিভিন্ন শিল্পকর্ম, ছবি, বই ইত্যাদি। বিশেষজ্ঞদের ধারণা, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ভারত থেকে এই ধরনের জিনিসগুলির রফতানি বাড়বে। বিশেষ ভাবে উপকৃত হবেন শিল্পী ও কলাকুশলীরা।

এ দিন সিবিআইসি-র ঘোষণার পরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষুদ্র-ছোট-মাঝারি সংস্থাগুলি এতে বিশেষ ভাবে উপকৃত হবে। কারণ, তাদের তৈরি পণ্যই ডাকঘর দিয়ে বিদেশে পাঠানো হয় বেশি। রফতানি শিল্পের সরকারি সুবিধাগুলি পেলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে যেতে সুবিধা হবে তাদের। এই সব সংস্থার বড় অংশ রয়েছে ছোট ছোট শহর এবং প্রত্যন্ত অঞ্চলে। তারা উন্নতির সুযোগ পাবে। পাশাপাশি রফতানির জন্য নির্দিষ্ট ডাকঘরগুলির আয়ও বাড়বে। আর্থিক পরামর্শদাতা ইওয়াই ইন্ডিয়ার ট্যাক্স-এর পার্টনার সৌরভ আগরওয়াল বলেন, ‘‘নতুন ব্যবস্থায় বিশ্ব বাজারে পণ্য রফতানির ক্ষেত্রে ডাকঘর বড় ভূমিকা পালন করবে।”

এঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান রবি সেহগাল বলেন, ‘‘ডাকঘরের মাধ্যম মূলত ভারতের শিল্পকর্ম রফতানি হয়। ফলে সিবিআইসির সিদ্ধান্ত আন্তর্জাতিক দুনিয়ায় ভারতীয় শিল্প-সংস্কৃতির প্রচার এবং প্রসারের ক্ষেত্রেও বিশেষ সহায়ক হবে।’’

রফতানিকে উৎসাহ দিতে একাধিক কেন্দ্রীয় প্রকল্প রয়েছে। যেখানে আর্থিক সুবিধা পান রফতানিকারীরা। অধিকাংশই কর এবং শুল্ক ছাড় সংক্রান্ত। যেমন, ডিউটি ড্রব্যাক। এতে রফতানির জন্য আমদানি করা পণ্যে যে কর দিতে হয়, তা পণ্যটি রফতানির পরে ফেরত পাওয়া যায়। এ ছাড়াও রয়েছে রোডটেপ, আরওএসসিটিএলের মতো প্রকল্প। সেগুলি থেকেও রফতানি পণ্যে শুল্ক ছাড়ের সুবিধা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন