নতুন স্মার্ট রেফ্রিজারেটর আনলো স্যামসাং। মডেল-ফ্যামিলি হাব ৩.০। ক্যামেরা, স্পিকার, ২১ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে ছাড়াও আরও অনেক কিছু রয়েছে এতে। জেনে নেওয়া যাক রেফ্রিজারেটরের বৈশিষ্ট্যগুলি।
ট্রিপল কুলিং সিস্টেম ছাড়াও এতে রয়েছে বিক্সবি। ‘হাই বিক্সবি আজ কি খবর’ জানতে চাইলে সে বলে দেবে ওই দিনের তারিখ, আবহাওয়া, খবরাখবর।
ভয়েস কন্ট্রোলের মাধ্যমে এই রেফ্রিজারেটর নিয়ন্ত্রণ করা যাবে। বাড়ির প্রত্যেকের গলার স্বর আলাদা করে চিনতে পারবে এটি।
রেফ্রিজারেটরের ক্যামেরা দিয়ে ভিতরে থাকা খাবার ‘ডিজিটালি লেবেল’ করে রাখা সম্ভব। সেখানে কোন খাবার কবে নষ্ট হয়ে যাচ্ছে তা লিখে রাখা যাবে।
রেফ্রিজারেটরের স্ক্রিন থেকে স্মার্ট ফোন, ফ্লেক্স ওয়াশ, ওয়াশিং মেশিনের মতো একাধিক যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে।
বাজার হোক বা অফিস, স্মার্ট ফোন থেকে যে কোনও জায়গায় বসে ফ্রিজে কী খাবার আছে তা জেনে নেওয়া যাবে।
ডিজিটাল ‘টু-ডু লিস্ট’ বানিয়ে ফ্রিজের পর্দায় ভার্চুয়ালি ঝুলিয়ে রাখা যাবে।
যে কোনও সময় স্মার্ট ফোন থেকে রেফ্রিজারেটরের ডিসপ্লে-তে যে কোনও নোট রাখা যাবে।
কাজ করার ফাঁকে ফ্রিজের স্ক্রিনেই ইচ্ছেমতো ভিডিয়ো দেখা যাবে। শোনা যাবে গান, দেশের বাজারে এই ফ্রিজের দাম ২.৮ লক্ষ টাকা।