শুক্রবার মুম্বইয়ে ছিল পঞ্জাবি গায়ক এপি ঢিল্লোঁর অনুষ্ঠান। দর্শকাসনে ছিলেন বলি অভিনেত্রী তারা সুতারিয়া এবং তাঁর প্রেমিক বীর পাহাড়িয়া। প্রেমিকের হাত ধরেই এসেছিলেন নায়িকা। গায়ককে সঙ্গ দিতে মঞ্চেও ওঠেন তিনি। কিন্তু পারফর্ম্যান্সের মাঝে তারার সঙ্গে আচমকা ‘ঘনিষ্ঠ’ হয়ে পড়েন এপি।
দর্শকাসনে দাঁড়িয়ে প্রেমিকার গালে অন্য পুরুষকে চুমু এঁকে দিতে দেখেন বীর। রাতারাতি অভিব্যক্তি বদলে যায় তাঁর। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জল্পনা। তারা এবং এপির সম্পর্ক নিয়েও প্রশ্ন ওঠে। যদিও তারা প্রথম নন, এপির ‘প্রেমিকা’র তালিকায় রয়েছেন বলিউডের অন্য অভিনেত্রীরাও।
নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় এপির গান। ২০২৩ সালে ‘ট্রু স্টোরিজ়’ নামের একটি গান মুক্তি পেয়েছিল এপির। সেই গানের কলিতে বলি অভিনেত্রী এবং তারকা-কন্যা খুশি কপূরের নাম উল্লেখ করেছিলেন এপি। তার পর থেকেই খুশি এবং এপির সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়ে যায়।
শ্রীদেবী এবং বনি কপূরের কন্যা খুশি ওটিটির হাত ধরে কেরিয়ার শুরু করেন। জ়োয়া আখতারের পরিচালনায় ‘দ্য আর্চিজ়’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। সেই ছবির সহ-অভিনেতা বেদাঙ্গ রায়নার সঙ্গে খুশির সম্পর্ক রয়েছে বলে বলিপাড়ায় গুঞ্জন শোনা যেতে থাকে। তার মধ্যেই খুশির নাম নিজের গানে উল্লেখ করেন এপি।
এপির সেই রোম্যান্টিক গানের যে অংশে খুশির নাম উল্লেখ করা রয়েছে তার বাংলায় অর্থ দাঁড়ায়— ‘‘তুমি যখন হাসো, তখন তোমায় খুশি কপূরের মতো দেখতে লাগে।’’ যদিও খুশি অথবা এপি কেউ এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। তবে, কানাঘুষো শোনা যেতে থাকে যে, বেদাঙ্গের সঙ্গে আলাপের আগে নাকি এপিকে ডেট করেছিলেন খুশি।
২০২৩ সালে এপির ‘উইথ ইউ’ গানের দৃশ্যে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী বনিতা সান্ধুকে। এপির সঙ্গে এই গানের শুট করতে ইটালি যান নায়িকা। চিত্রনাট্যের প্রয়োজনে এপির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যেও অভিনয় করেন তিনি।
গান মুক্তির সময় এপির সঙ্গে বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন বনিতা। কিন্তু তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায়নি কাউকে।
বলিপাড়া সূত্রে খবর, ২০২৪ সালের শেষের দিকে বনিতা এবং এপি পরস্পরকে ইনস্টাগ্রাম থেকে ‘আনফলো’ করে দেন। একাংশের দাবি, এপির সঙ্গে সম্পর্কে ছিলেন বনিতা। কোনও কারণে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে সমাজমাধ্যমেও পরস্পরকে আড়ি করেন দু’জনে।
২০১৮ সালে সুজিত সরকারের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অক্টোবর’। বলি পরিচালক ডেভিড ধওয়ানের পুত্র বরুণ ধওয়ানের বিপরীতে অভিনয় করেন বনিতা। কেরিয়ারের প্রথম ছবিতে অভিনয় করেই বলিপাড়া থেকে বহুল প্রশংসা কুড়োন তিনি। কিন্তু একটি ছবিতে অভিনয় করে হঠাৎ ‘উধাও’ হয়ে যান বনিতা।
অভিনয়ের জন্য মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয় বনিতাকে। ইংরেজি সাহিত্যে স্নাতক স্তরের পড়া শেষ করার জন্য আবার লন্ডন ফিরে যান তিনি। পাশাপাশি মানসিক দিক দিয়েও স্থিতিশীল ছিলেন না নায়িকা।
এক সাক্ষাৎকারে বনিতা জানিয়েছিলেন, অবসাদে ভুগতে শুরু করেছিলেন তিনি। পড়াশোনা শেষ করে আবার অভিনয় শুরু করেন।
২০১৯ সালে তামিল ছবি ‘আদিত্য বর্মা’র মাধ্যমে ফের অভিনয়ে যাত্রা শুরু হয় বনিতার। ২০২১ সালে ওটিটির পর্দায় মুক্তিপ্রাপ্ত ‘সর্দার উধম’ ছবিতেও অভিনয় করেন তিনি। তবে গত পাঁচ-ছ’বছর বড়পর্দায় দেখা যায়নি বনিতাকে।
২০২৪ সালে নাইজিরিয়ার সঙ্গীতশিল্পী আর্যা স্টারের সঙ্গে গলা মিলিয়ে ‘বোরা বোরা’ নামের একটি গান গেয়েছিলেন এপি। সেই গান মুক্তির পর আর্যার সঙ্গে নাকি ঘনিষ্ঠ হয়ে পড়েন গায়ক।
গায়কের ঘনিষ্ঠমহলের দাবি, ২০২৪ সালের ডিসেম্বর মাসে এপি তাঁর এক কনসার্টে আর্যাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি, বিদেশে গিয়ে দু’জনে নাকি একান্তে সময় কাটিয়েছিলেন বলেও গুঞ্জন শোনা যায়।
বলিপাড়ার জনশ্রুতি, নিউ ইয়র্কের এক রেস্তরাঁয় এপি এবং আর্যাকে ঘনিষ্ঠ ভাবে বসে থাকতে দেখা গিয়েছিল। পেশাগত সম্পর্কের বাইরেও আর্যার সঙ্গে অন্য সমীকরণ গড়ে উঠেছিল এপির। যদিও গায়ক জনসমক্ষে নিজেকে ‘সিঙ্গল’ হিসাবেই পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করেন।
সম্প্রতি তারার সঙ্গে ‘থোড়ি সি দারু’ নামের একটি মিউজ়িক ভিডিয়োয় কাজ করেন এপি। কনসার্টে গিয়ে গানের দৃশ্যের সেই রসায়ন মঞ্চে তুলে ধরতে চেয়েছিলেন এপি। সে কারণেই কনসার্টে তারাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
দিন কয়েক আগে এপির আরও এক অনুষ্ঠানে হাজির ছিলেন তারা। সেখানকার মঞ্চে দু’জনের জমাটি রসায়ন ধরা পড়ে দর্শকের কাছে। তারার মঞ্চে থাকার মুহূর্তটি দর্শকাসনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দিও করেছিলেন বীর। তবে শুক্রবার সন্ধ্যায় প্রেমিকার সঙ্গে গায়ককে আচমকা ‘ঘনিষ্ঠ’ হতে দেখে আর ফোন বার করতে দেখা যায়নি বীরকে।