যন্ত্রাংশ সংস্থায় আগুন, কারখানা বন্ধ মারুতির

সহযোগী যন্ত্রাংশ সংস্থার কারখানায় আগুন লেগে উৎপাদন বন্ধ। তাই সোমবার দুপুরের পর থেকে মানেসর ও গুরুগ্রামের কারখানায় গাড়ি তৈরি সাময়িক বন্ধ রেখেছে দেশের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি-সুজুকি। এর মেয়াদ দীর্ঘ হলে মারুতির গাড়ি কেনার জন্য অপেক্ষার সময় (ওয়েটিং পিরিয়ড) বাড়তে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০২:১৮
Share:

সহযোগী যন্ত্রাংশ সংস্থার কারখানায় আগুন লেগে উৎপাদন বন্ধ। তাই সোমবার দুপুরের পর থেকে মানেসর ও গুরুগ্রামের কারখানায় গাড়ি তৈরি সাময়িক বন্ধ রেখেছে দেশের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি-সুজুকি। এর মেয়াদ দীর্ঘ হলে মারুতির গাড়ি কেনার জন্য অপেক্ষার সময় (ওয়েটিং পিরিয়ড) বাড়তে পারে।

Advertisement

মানেসরে মারুতির সহযোগী সংস্থা সুব্রোস-এর কারখানায় রবিবার আগুন লাগে। ‘এয়ারকন্ডিশনিং কম্প্রেসর’-সহ শীতাতপ নিয়ন্ত্রণের বিভিন্ন যন্ত্রাংশ মারুতিকে জোগায় তারা। জাপানি কারিগরি নীতি অনুয়ায়ী, উৎপাদনের সময়েই (জাস্ট ইন টাইম) সহযোগী সংস্থার কাছ থেকে যন্ত্রাংশ আনে মারুতি-সুজুকি। নিজের কারখানায় যন্ত্রাংশ মজুত রাখা হয় না। ফলে কোনও একটি যন্ত্রাংশ না-থাকলে গাড়ি তৈরি করা যায় না। সংস্থার মুখপাত্র সোমবার জানান, যন্ত্রাংশ মিললেই গাড়ি তৈরি শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন