—প্রতীকী ছবি।
আকাশপথে ভ্রমণ, তা-ও নামমাত্র খরচে। মাত্র ৮ ডলারে বিমানযাত্রা! ভারতীয় মুদ্রায় খরচ পড়বে ৭০০ টাকা। বৈদ্যুতিক বিমানে ১৩০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য এই নামমাত্র ভাড়াই লাগবে। মার্কিন সংস্থা ‘বিটা টেকনোলজিস’ নামের একটি বিমান সংস্থার তৈরি বৈদ্যুতিক বিমান আলিয়া সিএক্স৩০০। ইস্ট হ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর পর্যন্ত মাত্র ৭০০ টাকায় ১৩০ কিলোমিটার উড়ে নজির গড়েছে বৈদ্যুতিক যাত্রিবাহী বিমানটি। সেই বিমানটিতে মোট চার জন যাত্রী ছিলেন। ৩০ মিনিটেরও বেশি সময় ধরে প্রায় ৭০ নটিক্যাল মাইল (১৩০ কিলোমিটার) অতিক্রম করেছে আলিয়া সিএক্স৩০০।
এই একই পরিমাণ দূরত্ব পাড়ি দিতে গিয়ে একটি হেলিকপ্টারের শুধুমাত্র জ্বালানির জন্য সাধারণত খরচ হয় ১৩ হাজার টাকার (১৬০ ডলার) এর বেশি। বিটা টেকনোলজিসের প্রতিষ্ঠাতা এবং সিইও কাইল ক্লার্ক জানিয়েছেন, বিদ্যুৎ ব্যবহার করে বিমানের খরচ বহু অংশে কমিয়ে আনতে সমর্থ হয়েছেন তাঁরা। বিমান ও বিমানচালকের খরচ অবশ্য এতে ধরা হয়নি। শুধুমাত্র জ্বালানির খরচ হিসাব করা হয়েছে। তা সত্ত্বেও এটি ব্যয়বহুল বিমানযাত্রার তুলনায় বহুলাংশে কম।
এক বার চার্জ দিলেই ২৫০ নটিক্যাল মাইল পর্যন্ত উড়তে সক্ষম বিটার বিমানটি। বিমানটির সবচেয়ে ভাল দিক হল, বিমানটি ওড়ার সময় প্রায় কোনও শব্দই হয় না। ফলে যাত্রীস্বাচ্ছন্দ্য বজায় রাখে। স্বল্প দূরত্বের দু’টি শহরের মধ্যে বিমানযাত্রায় এটি আমূল পরিবর্তন আনতে পারে বলে বাণিজ্য বিশেষজ্ঞদের ধারণা।