লাভ ঘরে তোলার জেরে পড়ল সূচক

বুধবারই নতুন নজির গড়েছিল শেয়ার বাজার। আর শেয়ার বিক্রি করে মুনাফা ঘরে তোলার জেরে বৃহস্পতিবার কিছুটা নেমে এল দুই সূচক সেনসেক্স ও নিফ্‌টি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ০৩:০২
Share:

প্রতীকী চিত্র।

বুধবারই নতুন নজির গড়েছিল শেয়ার বাজার। আর শেয়ার বিক্রি করে মুনাফা ঘরে তোলার জেরে বৃহস্পতিবার কিছুটা নেমে এল দুই সূচক সেনসেক্স ও নিফ্‌টি। তা ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি কর এক ঝটকায় অনেকটা কমানোর সিদ্ধান্তেরও তেমন প্রভাব পড়েনি বিশ্ব বাজারে। কারণ, বাজার আগে থেকেই তা ধরে নিয়েছিল।

Advertisement

এ দিন সেনসেক্স এক সময়ে নতুন উচ্চতা ছুঁয়ে পৌঁছয় ৩০,১৮৪.২২ পয়েন্টে। কিন্তু বাজার সূত্রের খবর, এপ্রিলের ডেরিভেটিভ লেনদেনের শেষ দিনে লাভের টাকা ঘরে তোলার জন্য লগ্নিকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক দেখা যায়। আর এর জেরে দিনের শেষে তা নেমে আসে ৩০,০২৯.৭৪ পয়েন্টে। উল্লেখ্য, বুধবার নতুন নজির গড়ে ৩০,১৩৩.৩৫ অঙ্কে থেমেছিল সেনসেক্স। তার তুলনায় এ দিন তা নেমে এসেছে ১০৩.৬১ পয়েন্ট।

পাশাপাশি, নিফ্‌টি বৃহস্পতিবার ৯.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৩৪২.১৫ অঙ্কে। দিনের এক সময়ে অবশ্য এই সূচকও ৯৩৬৭.১৫ পয়েন্টে উঠে নতুন শিখর ছোঁয়।

Advertisement

হাডকো-র নতুন ইস্যু। রাষ্ট্রায়ত্ত আবাসন সংস্থা হাডকোর শেয়ার এই প্রথম বাজারে আসছে আগামী ৮ মে। ১২০০ কোটি টাকার ইস্যুর মূল্য-বন্ধনী শেয়ার পিছু ৫৬-৬০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন