এই প্রথম ৭০ টাকা পেরোল ডিজেল

নজির ভাঙছে রোজই। এ বার নতুন মাইলফলক স্পর্শ করল ডিজেল। আজ, রবিবার কলকাতায় লিটার পিছু ডিজেলের দর ৭০ টাকা পার করেছে। যা নতুন ও সর্বকালীন রেকর্ড। অতীতের একের পর এক নজির ভেঙে ৮০-র দোরগোড়ায় পৌঁছে গিয়েছে পেট্রলও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৮ ০২:১০
Share:

নজির ভাঙছে রোজই। এ বার নতুন মাইলফলক স্পর্শ করল ডিজেল। আজ, রবিবার কলকাতায় লিটার পিছু ডিজেলের দর ৭০ টাকা পার করেছে। যা নতুন ও সর্বকালীন রেকর্ড। অতীতের একের পর এক নজির ভেঙে ৮০-র দোরগোড়ায় পৌঁছে গিয়েছে পেট্রলও।

Advertisement

আজ কলকাতায় লিটার পিছু ডিজেল ও পেট্রলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৭০.১২ টাকা ও ৭৮.৯১ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম ২৬ পয়সা বেড়েছে। পেট্রল বেড়েছে ৩২ পয়সা। এর আগে ২০১৩ সালের ২১ ডিসেম্বর এবং ২০১৪ সালের ১ জানুয়ারি পেট্রলের দাম ছিল ৭৮.৬০ টাকা। ২০১৩ সালের ১ ও ১৬ অগস্ট তা ছিল ৭৮.৬৪ টাকা। আজকের দরে সেই দু’টি রেকর্ড ভেঙে গিয়েছে।

তেলের দর আরও যাতে না বাড়ে, সে জন্য কেন্দ্র ও রাজ্যের কাছে কর কমানোর আর্জি জানিয়েছে পাম্প মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে ধর্মঘটের হুমকিও দিয়েছে তারা। সংগঠনের সভাপতি তুষার সেন শনিবার বলেন, ‘‘ডিজেলের দাম সর্বকালীন রেকর্ড। এ ভাবে চললে তো জিনিসপত্রের দাম আরও চড়া হবে। চরম দুর্ভোগে পড়বেন মানুষ।’’

Advertisement

তুষারবাবুর দাবি, তেলের দাম বৃদ্ধির প্রভাব তাঁদের আয়ের উপরেও পড়ছে। কারণ প্রায় রোজই আগাম টাকা দিয়ে পাম্পগুলিকে তেল কিনতে হয়। এখন দাম বাড়ায় সেই অঙ্ক চড়চড় করে বাড়ছে। উল্টো দিকে, ক্রেতাদের চাহিদা একটু একটু করে কমছে। বেশি দামে তেল কিনলেও পাম্পগুলির বিক্রি মার খাচ্ছে। ফলে কমছে তাদের আয়ও। তুষারবাবু জানান, এ সব নিয়ে মঙ্গলবার তাঁরা বৈঠকে বসবেন। কেন্দ্র ও রাজ্য কর না কমালে ধর্মঘটের ডাক দেবেন।

উল্লেখ্য, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়া ও ডলারে টাকার পতনের যুক্তিতে দেশে পেট্রল, ডিজেলের দাম বাড়াচ্ছে তেল সংস্থাগুলি। মাঝে কর্নাটকের ভোটের সময় কিছু দিন বন্ধ থাকলেও ফের বাড়ছে তেলের দর। এই অবস্থায় তেল রফতানিকারী দেশগুলির সংগঠন ওপেকের সদস্য সৌদি আরবের কাছে সম্প্রতি অশোধিত তেলের দরে স্থিতাবস্থা বজায় রাখার আর্জি জানিয়েছেন তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন