—প্রতীকী চিত্র।
ভারতে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার বেচে পুঁজি তোলার হিড়িক চলছেই। ডিসেম্বরের প্রথম দু’সপ্তাহেই ১৭,৯৫৫ কোটি টাকা তুলে নিয়েছে তারা। ফলে গোটা বছরে শেয়ার বিক্রি ছুঁয়েছে ১.৬ লক্ষ কোটি টাকা।
গত জুলাই, অগস্ট ও সেপ্টেম্বরে ভারতে লাগাতার শেয়ার বিক্রির পরে অক্টোবরে নিট হিসাবে পুঁজি ঢালতে দেখা যায় বিদেশি লগ্নিকারীদের। ফের নভেম্বর থেকে চলছে লগ্নি প্রত্যাহার। বিশেষজ্ঞদের মতে, এর কারণ একাধিক। দুর্বল টাকা, দামি শেয়ার, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে অনিশ্চয়তা, চড়া শুল্ক ও ভূ-রাজনৈতিক জটিলতা-সহ আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব ইত্যাদি। একাংশের মতে, আমেরিকায় এখনও কিছুটা চড়ে থাকা সুদ, আঁটোসাঁটো নগদ এবং উন্নত হওয়ার সুবাদে বাজার নির্ভর সম্পদে তুলনায় সুরক্ষিত ও বেশি রিটার্নও এর কারণ। একাংশ বছর শেষের প্রভাবের কথা বলছেন। তবে বিশ্লেষকদের আশ্বাস, ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি হলে ফিরতে পারে বিদেশি পুঁজি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে