Share Market

বাজারে ফিরছে বিদেশি পুঁজি

জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের মুখ্য লগ্নি কৌশল নির্ধারক ভি কে বিজয়কুমারের বক্তব্য, বাজারে বিদেশি লগ্নির সামনে কিছু ঝুঁকি তৈরি হয়েছে। ভারত-মরিশাস কর চুক্তির পরিবর্তন তার অন্যতম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ০৭:৫৯
Share:

—প্রতীকী ছবি।

চলতি মাসের প্রথম পাঁচ দিনে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ভারতের শেয়ার বাজার থেকে নিট ৩২৫ কোটি টাকার পুঁজি তুলে নিয়েছিল। কিন্তু এক সপ্তাহের মধ্যে ফিরে এল সেই পুঁজি। বাজার সূত্রের তথ্য, এপ্রিলের প্রথম দু’সপ্তাহে নিট ১৩,৩৪৭ কোটি টাকা ঢেলেছে তারা। গত শুক্রবারের ৮০২৭ কোটি টাকা প্রত্যাহারকে হিসাবের মধ্যে ধরে।

Advertisement

জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের মুখ্য লগ্নি কৌশল নির্ধারক ভি কে বিজয়কুমারের বক্তব্য, বাজারে বিদেশি লগ্নির সামনে কিছু ঝুঁকি তৈরি হয়েছে। ভারত-মরিশাস কর চুক্তির পরিবর্তন তার অন্যতম। বস্তুত, শুক্রবার শেয়ার বিক্রির বিভিন্ন কারণের মধ্যে এটি একটি। এ ছাড়াও পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে বিদেশি লগ্নিকারীরা নজর রেখেছে। ইরান-ইজ়রায়েল সমস্যা কোন দিকে গড়ায় তার উপরে অনেক কিছু নির্ভর করবে। যদিও দেশীয় লগ্নি সংস্থাগুলির হাতে এখন নগদ যথেষ্ট। সাধারণ লগ্নিকারীদের মধ্যে এসআইপির মাধ্যমে বাজারে পুঁজি খাটানোর প্রবণতা বাড়ছে। বিদেশি লগ্নিকারীরা টাকা তুলে নিলেও সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার মতো পুঁজি দেশীয় লগ্নিকারীদের হাতে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন