Foreign Investment

এক বছরে ১.৫৫ লক্ষ কোটি! ডিসেম্বরের প্রথম সপ্তাহেও বহাল বাজার থেকে বিদেশি পুঁজি প্রত্যাহার

সাধারণত বছর শেষে বড়দিনের ছুটির আগে বিনিয়োগ পরিকল্পনা পাল্টায় বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। তাদের ভারত ছাড়ায় ইন্ধন জুগিয়েছে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেরি হওয়াও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৭:২৬
Share:

—প্রতীকী চিত্র।

ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নিকারীদের পুঁজি তোলা অব্যাহত। বাজার সূত্রের তথ্য, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শেয়ার বেচে নিট ১১,৮২০ কোটি টাকা প্রত্যাহার করেছে তারা। ফলে এ বছর এই অঙ্ক পৌঁছল ১.৫৫ লক্ষ কোটিতে। তবে বাজার মহলের দাবি, দেশীয় লগ্নিকারী সংস্থাগুলি ধারাবাহিক ভাবে পুঁজি ঢেলে যাওয়ায় ক্ষতি অনেকটা পুষিয়ে গিয়েছে।

তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বরে বিদেশি লগ্নি সংস্থাগুলি যথাক্রমে ১৭,৭০০ কোটি, ৩৪,৯৯০ কোটি ও ২৩,৮৮৫ কোটি টাকা তুলে নিয়েছিল ভারত থেকে। অক্টোবরে ঢালে ১৪,৬১০ কোটি। নভেম্বরে তোলে ৩৭৬৫ কোটি। বিশেষজ্ঞদের মতে, ডলার পেরিয়েছে ৯০ টাকা। ফলে লগ্নি রক্ষা করতেই কৌশলগত ভাবে তা তুলে নিচ্ছে তারা। তা ছাড়া সাধারণত বছর শেষে বড়দিনের ছুটির আগে বিনিয়োগ পরিকল্পনা পাল্টায় বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। তাদের ভারত ছাড়ায় ইন্ধন জুগিয়েছে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেরি হওয়াও।

অন্য অংশের বক্তব্য, রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ ছাঁটাই, নগদ জোগানোর ব্যবস্থা করা, আর্থিক বৃদ্ধির পূর্বাভাস বাড়ানো ও মূল্যবৃদ্ধির কমানো আশার আলো দেখাচ্ছে। আমেরিকায় সুদ কমলে কিছুটা পুঁজি ভারতে ফিরতে পারে। তা ছাড়া দেশীয় লগ্নিকারীদের বিনিয়োগ সূচকের বড় পতন রুখবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন