ছবি: এক্স থেকে নেওয়া।
আপনি নৌকায় ভ্রমণ করছিলেন। হঠাৎ দেখলেন দামি দামি আইফোনে ভরা একটি কন্টেনার সমুদ্রের জলে ভাসছে! সেখান থেকে ফোনগুলি তুলে নিলেও বলার কেউ নেই। তা হলে কী করবেন? স্বপ্নের মতো শোনাচ্ছে তো? কৃত্রিম মেধা বা এআই দ্বারা সৃষ্ট সে রকমই একটি ভিডিয়ো সম্প্রতি হইচই ফেলেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভুয়ো ভিডিয়োটিকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। কৃত্রিম মেধার অপব্যবহার নিয়ে তৈরি হয়েছে বিতর্কও।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলের উপর দিয়ে একটি নৌকা ভেসে যাচ্ছে। সেই নৌকায় জনা তিনেক লোক বসে। চারদিকে বিশাল জলরাশি দেখে বোঝার উপায় নেই, সেটি নদী না সমুদ্র। হঠাৎ দেখা যায়, নৌকার পাশে একটি বিশাল কন্টেনার। সেই কন্টেনারের নীচের একটি দিক ভাঙা। আর সেই ভাঙা অংশ দিয়ে উঁকি মারছে অনেকগুলি আইফোন। হঠাৎ করেই নৌকার যাত্রীদের মধ্যে ওই আইফোন সংগ্রহ করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। অনেক আইফোন জলেও পড়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ক্লেভারলি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এর পরেই সেই ভিডিয়োর সত্যতা প্রকাশ্যে আসে। দেখা যায় ভিডিয়োটি কৃত্রিম মেধার সাহায্যে তৈরি। আদপে এই ধরনের কোনও ঘটনা ঘটেইনি।
এর পর আবার নতুন করে হইচই পড়ে। এ ভাবে ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার জন্য নিন্দার ঝড় ওঠে সমাজমাধ্যমে। বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এই ধরনের ভিডিয়োর প্ররোচনায় পা দেবেন না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমি কৃত্রিম মেধা দিয়ে তৈরি ভিডিয়ো দেখতে দেখতে বিরক্ত।’’