মা ছেড়ে যাওয়া ওই দুই শিশু। ছবি: ইনস্টাগ্রাম।
মা মদ খেতে গিয়েছে! জন্মদাত্রী সম্পর্কে জিজ্ঞাসা করায় তেমনটাই জানাল ৩ এবং ৪ বছর বয়সি দুই শিশু। পরিত্যক্ত ওই দুই শিশু এ-ও জানে না, মা তাদের নিতে আসবে কি না। হৃদয়বিদারক তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমেও হইচই ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে ওই দুই শিশুকে উজ্জয়িনীর দেওয়াস গেট বাস স্ট্যান্ডে রেখে চলে যান তাদের মা। শীতের কনকনে হাওয়ায় তাদের কাঁপতে দেখে স্থানীয় এক ব্যক্তি পুলিশে খবর দেন। পুলিশ এসে উদ্ধার করে দুই ভাইবোন কানাই (৪ বছর) এবং কালী (৩ বছর)-কে। এর পর তাদের থানায় নিয়ে যায় পুলিশ। তাদের গরম পোশাক দেওয়া হয়। খবর পাঠানো হয় শিশুসুরক্ষা বিভাগে।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, থানার কাছে দাঁড়িয়ে রয়েছে দুই শিশু। তাদের মধ্যে যে বড়, তাকে জিজ্ঞাসা করা হয়, ‘‘তোমরা কোথায় থাকো?’’ মিষ্টি হেসে শিশুটি উত্তর দেয়, ‘‘মায়ের কাছে।’’ এর পর মায়ের বিষয়ে জানতে চাওয়া হলে শিশুটি জানায়, ‘‘মা মদ খেতে গিয়েছে।’’ মা তাদের ছেড়ে চলে গিয়েছে কি না, তা-ও তারা জানে না বলে শিশুটি জানায়। এর পর এক মহিলা পুলিশকর্মী ভাইবোনকে কোলে নিয়ে পুরো বিষয়টি বিশদে জানান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
পুলিশ আধিকারিক অনিলা পরাশর জানান, সোমবার সকাল পৌনে ৮টা নাগাদ খবর আসে যে দেওয়াস গেট বাস স্ট্যান্ডে দু’টি শিশুকে ফেলে চলে গিয়েছেন তাদের মা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। বাসস্ট্যান্ডের এক কর্মী এবং পুলিশ মিলে আশপাশের এলাকায় খোঁজখবর করেন। কিন্তু তাদের মায়ের খোঁজ মেলেনি। প্রত্যক্ষদর্শীদের মতে, মহিলা নেশাগ্রস্ত ছিলেন। তিনি কোথায় গিয়েছেন তা জানতে ইতিমধ্যেই বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখা হচ্ছে।
ওই দুই শিশুর ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এমপিকভারেজ’ নামে একটি স্থানীয় সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। দুই শিশুর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরা। তাদের মায়ের নিন্দা করে এবং তাঁর শাস্তির দাবি তুলেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।