Viral Video

বাঁদরছানাকে পেঁচিয়ে ধরেছে বার্মিজ় অজগর! প্রাণ বাঁচাতে মরিয়া চেষ্টা ছোট্ট প্রাণীটির, ভাইরাল শিউরে ওঠা ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, তারজালি দিয়ে ঘেরা একটি জায়গার মধ্যে এক বাঁদরছানাকে পেঁচিয়ে ধরেছে বিশাল বার্মিজ় অজগর। বিশাল সাপের খপ্পর থেকে মুক্তি পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বাঁদরটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১১:৫৬
Share:

ছোট্ট বাঁদরছানাকে প্যাঁচে ফেলেছে অজগর। ছবি: এক্স থেকে নেওয়া।

জঙ্গলের মধ্যে একটি বাঁদরছানাকে জাপটে ধরেছে বিশাল বার্মিজ় অজগর। সাপের খপ্পরে পড়ে বাঁচার মরিয়া চেষ্টা করছে বাঁদরছানাটি। কিন্তু যতই সে নিজেকে মরণপ্যাঁচ থেকে বার করার চেষ্টা করছে, ততই চাপ বাড়াচ্ছে অজগর। তেমনই এক ভয়ঙ্কর ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে তারজালি দিয়ে ঘেরা একটি জায়গার মধ্যে এক বাঁদরছানাকে পেঁচিয়ে ধরেছে বিশাল বার্মিজ় অজগর। বিশাল সাপের খপ্পর থেকে মুক্তি পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বাঁদরটি। কিন্তু সেই মারণপ্যাঁচ থেকে কিছুতেই বেরোতে পারছে না। আস্তে আস্তে প্যাঁচের জোর বাড়াতে থাকে অজগরটি। ভয়ে চিৎকার করতে থাকে বাঁদরছানা। কয়েক জন শিউরে ওঠার মতো সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করলেও বাঁদরছানাকে বাঁচানোর চেষ্টা করেননি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জামিল আনসারি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘ভিডিয়োটি ভয়ঙ্কর। যাঁরা দৃশ্যটি দেখেও বাঁদরটিকে বাঁচানোর চেষ্টা করেননি, তাঁদের ধিক্কার জানাই।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘খাদ্য-খাদকের সম্পর্কে নাক না গলিয়ে ঠিক কাজই করেছেন। তবে ওই দৃশ্য ক্যামেরাবন্দি করাও উচিত হয়নি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement