Uttar Pradesh

বিজেপির হেভিওয়েট নেতারা বড়ই ‘হেভি’! নবদম্পতিকে আশীর্বাদ জানাতে উঠতেই ভেঙে পড়ল মঞ্চ, ভাইরাল ভিডিয়ো

বুধবার রাতে বলিয়ার রামলীলা ময়দানে স্থানীয় বিজেপি নেতা অভিষেক সিংহের ভাইয়ের বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নিমন্ত্রিত প্রচুর মানুষের সমাগম হয়েছিল সেখানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১১:৪৪
Share:

নবদম্পতির সঙ্গে বিজেপি নেতারা। ছবি: এক্স থেকে নেওয়া।

দলীয় নেতার ভাইয়ের বিয়ে। অভিনন্দন জানাতে মঞ্চে উঠেছিলেন বিজেপি জেলা সভাপতি, প্রাক্তন সাংসদ থেকে প্রাক্তন বিজেপি জেলা সাধারণ সম্পাদক। নবদম্পতির বসার জায়গার পিছনে দাঁড়িয়ে ছবি তোলাচ্ছিলেন। তখনই ঘটে গেল বিপত্তি। বর-কনে এবং বিজেপির তাবড় তাবড় ওই নেতাদের নিয়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ। একসঙ্গে মাটিতে পড়ে গেলেন সবাই। বুধবার রাতে উত্তরপ্রদেশের বলিয়ায় চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে বলিয়ার রামলীলা ময়দানে স্থানীয় বিজেপি নেতা অভিষেক সিংহের ভাইয়ের বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নিমন্ত্রিত প্রচুর মানুষের সমাগম হয়েছিল সেখানে। আমন্ত্রিত ছিলেন বলিয়ার বিজেপি জেলা সভাপতি সঞ্জয় মিশ্র, প্রাক্তন সাংসদ ভারত সিংহ, বাঁশডিহার বিধায়ক কেতকী সিংহের প্রতিনিধি বিষ্ণু সিংহ, প্রাক্তন বিজেপি জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সিংহ-সহ আরও অনেক স্থানীয় বিজেপি নেতা। নবদম্পতিকে অভিনন্দন জানাতে একই সঙ্গে মঞ্চে উঠেছিলেন তাঁরা। তাঁদের দেখে এগিয়ে যান পাত্র। তাঁদের সযত্নে নিয়ে আসেন। এর পর তাঁরা একে একে বর-কনের বসার আসনের পিছনে গিয়ে দাঁড়ান। কিন্তু ছবি তোলানোর সময় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চের একাংশ। পাত্র, পাত্রী-সহ উপস্থিত সকলে মাটিতে পড়ে যান। হতবাক হয়ে যান আগত অতিথিরা। দৌড়ে তাঁদের উদ্ধারের জন্য এগিয়ে যান অনেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। মঞ্চ ভেঙে পড়ে গিয়ে কেউ খুব গুরুতর আহত হননি বলেও জানা গিয়েছে। বিজেপি জেলা সভাপতি সঞ্জয় পরে মন্তব্য করেন, মঞ্চটি যথেষ্ট শক্তপোক্ত ছিল না। তাই একসঙ্গে অনেকে মঞ্চে ওঠার কারণে সেটি ভেঙে পড়ে।

বিয়ের মঞ্চ ভেঙে পড়ার সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সাংবাদিক পীযূষ রাইয়ের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘হেভিওয়েট সব নেতা। তাই মঞ্চটি তাঁদের ওজন বেশি ক্ষণ বহন করতে পারেনি।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! আশা করি সবাই নিরাপদ আছেন এবং কেউ গুরুতর আহত হননি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement