একরত্তিকে মাথায় নিয়ে নাচ তরুণীর। ছবি: এক্স থেকে নেওয়া।
সদ্যোজাত শিশুকে মাথার উপর শুইয়ে ব্যালান্স করছেন মা! ওই অবস্থায় নাচতে নাচতে রিলও বানাচ্ছেন। চাঞ্চল্যকর তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। নিন্দার ঝড় উঠেছে সেটিকে কেন্দ্র করে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরের মধ্যে দুধের শিশুকে মাথার উপর শুইয়ে রেখেছেন এক তরুণী। শিশুটির মাথা এক দিকে ঝুলছে, পা অন্য দিকে। তার নিরাপত্তার কথা না ভেবেই হিন্দি গানে নেচে রিল বানাতে শুরু করেন তরুণী। শিশুটিকে হাতে দিয়ে ধরেও রাখেননি তিনি। নাচতে নাচতে ভারসাম্য হারালে শিশুটির উপর থেকে পড়ে আঘাত লাগার আশঙ্কা ছিল তীব্র। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ওই তরুণী শিশুটির মা।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শোনি কপূর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। তরুণীর নিন্দা করেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মা নামের কলঙ্ক! রিলের জন্য কেউ সন্তানকে নিয়ে এমনটা করতে পারেন, তা এই ভিডিয়ো না দেখলে জানতে পারতাম না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এটি শিশু নির্যাতন। শিশুটি পড়ে গিয়ে তার মাথায়-মেরুদণ্ডে আঘাত লাগতে পারত। মহিলাকে অবিলম্বে গ্রেফতার করা উচিত।’’