দাউ দাউ করে জ্বলছে আবাসনের একাংশ। ছবি: এক্স থেকে নেওয়া।
হংকঙের বহুতল একাধিক আবাসনে বিধ্বংসী আগুন। বুধবার বিকেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে দাউ দাউ করে জ্বলে ওঠে ওই আবাসনগুলি। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় আকাশ। মর্মান্তিক সেই ঘটনায় এখনও পর্যন্ত ৪৪ জন মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতও হয়েছেন বহু মানুষ। এ-ও আশঙ্কা করা হচ্ছে, বহু মানুষ এখনও আবাসনগুলিতে আটকে রয়েছেন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার দুপুর পৌনে ৩টে নাগাদ হংকঙের ওই আবাসনে আগুন ধরে। ‘ওয়াং ফুক কোর্ট’ নামের ওই আবাসন আটটি ব্লক নিয়ে তৈরি হচ্ছিল। এক একটি অ্যাপার্টমেন্টে ৩৫টি করে তলা রয়েছে। তার মধ্যেই একটিতে আগুন ধরে। বাঁশের কাঠামোগুলির জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন তলায়। এর পর আবাসনের একটি টাওয়ার থেকে অন্য টাওয়ারেও আগুন ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছেন, আবাসনের একটি অ্যাপার্টমেন্টের ভিতর থেকে আগুনের সূত্রপাত হয়। সেই ঘটনায় একজন দমকলকর্মী-সহ ৪ জন মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। আহতও হয়েছেন অনেকে। সেই দুর্ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এজ়েড ইন্টেল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! এ রকম দাউ দাউ করে আগুন জ্বলতে কোনও দিন দেখিনি।’’